Partha Chatterjee: ‘হৃদয়ে নাম লিখলে রয়ে যায়’, নাকতলার পুজোর অভিভাবক-বদল নিয়ে আবেগঘন পার্থ

সুজয় পাল | Edited By: Soumya Saha

Sep 08, 2023 | 4:38 PM

Partha Chatterjee on Naktala Puja: নাকতলার উদয়ন সংঘের পুজোয় নতুন অভিভাবক আসার পর এই প্রথম মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নাকতলার প্রতি যে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে, তা এদিন পার্থর প্রতিটি কথায় বেরিয়ে এল।

Partha Chatterjee: হৃদয়ে নাম লিখলে রয়ে যায়, নাকতলার পুজোর অভিভাবক-বদল নিয়ে আবেগঘন পার্থ
পার্থ চট্টোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: দক্ষিণ কলকাতা তো বটেই, গোটা শহরের অন্যতম বড় দুর্গাপুজো হল নাকতলার পুজো। নাকতলা উদয়ন সংঘের পুজোর দীর্ঘদিনের অভিভাবক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তিনি এখন নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি। এক বছরের উপরে হয়ে গিয়েছে। গতবছরও একপ্রকার অভিভাবকহীনভাবেই কেটেছে নাকতলার পুজো। এই বছর নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর নতুন অভিভাবক হিসেবে উঠে এসেছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম। আর এবার নাকতলার পুজো নিয়ে আবেগে ভাসলেন পার্থবাবুও।

শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছিল। আদালত চত্বর থেকে বেরনোর সময় পার্থকে প্রশ্ন করা হয়েছিল নাকতলার পুজো নিয়ে। তাঁর নাম সরিয়ে অরূপ বিশ্বাসের নাম উঠে এসেছে নাকতলার পুজোর দায়িত্বে, সে নিয়ে প্রশ্ন করতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী বললেন, ‘খুব ভাল সিদ্ধান্ত। অরূপ অত্যন্ত সুদক্ষ পুজো সংগঠক।’ কিন্তু নাকতলার পুজো তো দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিতি পেয়ে এসেছে। সে কথা শুনেই নাকতলার প্রতি তাঁর আবেগ বেরিয়ে আসে গলায়। বললেন, ‘তাহলে সেটাই থাকবে।’

এরপর পুলিশের গাড়িতে উঠতে উঠতে পার্থ চট্টোপাধ্যায় বলে গেলেন, ‘পাথরে নাম লিখলে ক্ষয়ে যেতে পারে, হৃদয়ে নাম লিখলে রয়ে যায়।’ নাকতলার উদয়ন সংঘের পুজোয় নতুন অভিভাবক আসার পর এই প্রথম মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নাকতলার প্রতি যে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে, তা এদিন পার্থর প্রতিটি কথায় বেরিয়ে এল। উল্লেখ্য, মন্ত্রী অরূপ বিশ্বাসের অভিভাবকত্বে কলকাতার আরও একটি বড় পুজোর আয়োজন হয়। নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজো। আর এবার সেই সুরুচি সংঘের পাশাপাশি নাকতলার পুজোর অভিভাবকত্বও করছেন অরূপ।

Next Article