কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে কলকাতার এক নাম করা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA)। ওই সিএ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সঙ্গে হাত মিলিয়ে বেআইনি কার্যকলাপে যুক্ত বলে অভিযোগ। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) স্ক্যানারে এসেছেন ওই ব্যক্তি। ইডি সূত্রে খবর, কালীঘাটের কাকুর সংস্থার শেয়ারদর ১০ টাকা থেকে ৪৪০ টাকা করতে সাহায্য করেছিলেন ওই ব্যক্তি। ক্যামাক স্ট্রিটের নির্মাণ সংস্থার মালিককে হুমকি দিয়ে ৬টি সংস্থার মাধ্যমে ঘোরানো হয় সুজয়ের টাকা, এমন অভিযোগও শোনা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে।
বুধবার শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি চলে। সেখানেই এই শেয়ার লেনদেনের নথি ইডির হাতে উঠে এসেছে। ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে তলবের প্রস্তুতিও শুরু করেছেন তদন্তকারীরা। ইডির দাবি, কালীঘাটের কাকুর সংস্থায় নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে। আর তা ঢুকেছে নানা ঘুরপথে। ইতিমধ্যেই ইডি কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল পরীক্ষা করতে মরিয়া। কলকাতা হাইকোর্টও জানিয়ে দিয়েছে, কালীঘাটের কাকুকে কন্ঠস্বরের নমুনা ইডিকে দিতেই হবে।
বুধবার ক্যামাক স্ট্রিট, এজেসি বোস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড এলাকায় একাধিক অফিসে অভিযান চালায় ইডি। একাধিক নির্মাণকারী সংস্থায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রের খবর, নিয়োগকাণ্ডে ধৃত কালীঘাটের কাকুর টাকা এইসব সংস্থাগুলিতে খাটানো হয়েছে। ১০ ঘণ্টার বেশি সময় ধরে চলে তল্লাশি। এরপরই শহরের ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নাম উঠে আসে।