Recruitment Scam: CBI কি তদন্ত করতে জানে না? এজলাসে বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে অফিসার

Recruitment Scam: স্কুল সার্ভিস কমিশনের (SSC) উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য এসপি সিনহাকে নাকি টাকা দেওয়ার কথা বলেছিলেন নিয়োগ মামলায় ধৃত আব্দুল খালেক।

Recruitment Scam: CBI কি তদন্ত করতে জানে না? এজলাসে বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে অফিসার
সিবিআই তদন্ত।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 16, 2023 | 4:34 PM

কলকাতা: নিয়োগ সংক্রান্ত মামলায় বারবার রোষের মুখে পড়তে হয়েছ কেন্দ্রীয় সংস্থাকে। তদন্তের গতি নিয়ে আদালতে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। এবার তদন্তের পদ্ধতি নিয়েই প্রশ্নের মুখে পড়তে হল সিবিআই-কে। আব্দুল খালেক নামে এক অবসরপ্রাপ্ত ক্লার্ক গ্রেফতার হওয়ার পর নতুন করে শান্তিপ্রসাদ সিনহার (S P Sinha) বিরুদ্ধে অভিযোগ ওঠে। তারপরও সেই মামলায় শান্তিপ্রসাদকে হেফাজতে তো নেওয়া হয়নি, উপরন্তু শান্তিপ্রসাদের হাতের লেখার নমুনা সংগ্রহের আর্জি জানানো হয় আদালতে। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন সিবিআই আদালতের বিচারক অর্পণ মুখোপাধ্যায়।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য এসপি সিনহাকে নাকি টাকা দেওয়ার কথা বলেছিলেন নিয়োগ মামলায় ধৃত আব্দুল খালেক। সেই মামলায় এদিন তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই-কে।

এদিন বিচারক উল্লেখ করেন, এই মামলায় তদন্তকারী অফিসার এসপি সিনহাকে কেবল মাত্র জেলে গিয়ে জেরার আবেদন করেছেন। কিন্তু কেস ডায়েরিতে তাঁর বিষয়ে কোনও তথ্য আনা হয়নি। এরপর এই বিষয়টি নিয়ে নির্দিষ্ট জায়গায় জানানো ছাড়া কোনও বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

টাকা নেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও এই মামলায় কেন এসপি সিনহাকে হেফাজতে নেওয়া হয়নি? সেই প্রশ্ন আগেও উঠেছিল আদালতে। বৃহস্পতিবার বিচারক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসপি সিনহাতে হেফাজতে না নিয়ে তাঁর হাতের লেখা পরীক্ষার আবেদন কী করে করছে সিবিআই?’ এই প্রেক্ষিতেই বিচারকের মন্তব্য, ‘তাঁকে হেফাজতে না নিয়ে কী করে এই আবেদন করা হচ্ছে? সিবিআই কি তদন্ত করতে জানে না?’ তিনি আরও বলেন, ‘আমি যদি এই অনুমতি দিই, তাহলে তা পুরোপুরি বেআইনি হবে।’