Kuntal Ghosh: নিয়োগ মামলায় ফের জামিন, জেল থেকে ছাড়া পাচ্ছেন কুন্তল ঘোষ

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 29, 2024 | 12:06 PM

Kuntal Ghosh: সম্প্রতি হাইকোর্টে ইডি-র করা মামলায় জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। এবার সিবিআই-এর করা মামলায় সুপ্রিম কোর্টে মিলল অব্যাহতি।

Kuntal Ghosh: নিয়োগ মামলায় ফের জামিন, জেল থেকে ছাড়া পাচ্ছেন কুন্তল ঘোষ

Follow Us

নয়া দিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক জামিন। অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার জেল থেকে বেরচ্ছেন কুন্তল ঘোষ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সেই সময় তিনি ছিলেন তৃণমূলের যুব নেতা। পরে দল থেকে সাসপেন্ড করা হয় তাঁকে। কলকাতা হাইকোর্টে ইডি-র মামলা থেকে আগেই জামিন পেয়েছেন তিনি। আর এবার শীর্ষ আদালতে সিবিআই-এর মামলাতেও জামিন পেলেন কুন্তল।

দীর্ঘদিন ধরে জেলে থাকা সত্ত্বেও কেন ট্রায়াল শুরু হচ্ছে না! এই যুক্তিকেই আরও একবার হাতিয়ার করা হয়েছে জামিন মামলায়। কুন্তলের পক্ষে আইনজীবী সওয়াল করেছেন, তদন্ত কবে শেষ হবে, তার কোনও নির্দিষ্ট রূপরেখাও পাওয়া যাচ্ছে না। এরপরই সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ দিয়েছে কুন্তল ঘোষকে। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্বল ভুঁইয়ার এজলাসে জামিন মামলার শুনানি ছিল।

তবে জামিনের শর্ত কী হবে তা ঠিক করবে ট্রায়াল কোর্ট। ইডি-র মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে যে সব শর্ত আরোপিত করা হয়েছে, সেগুলি কার্যকর থাকছে। ইডি-র  মামলার ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না কুন্তল ঘোষ।

২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই কুন্তল ঘোষ সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যেই জামিন পেয়েছেন অনেকে। প্রথমে মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা জামিন পান। আর সম্প্রতি জামিন পেয়ে বাড়ি ফিরেছেন অর্পিতা মুখোপাধ্য়ায়। এই যুক্তি দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপাতত সেই মামলা ঝুলে আছে। তবে, আদালত বারবার প্রশ্ন তুলেছে, ট্রায়াল শুরু না হলে আর কতদিন জেলে রাখা সম্ভব!

Next Article