Partha Chatterjee: এমন প্ল্যানিং হয়েছিল, যাতে নাম সামনে না আসে! পার্থর ফন্দি ফাঁস করল CBI

সুজয় পাল | Edited By: Soumya Saha

Feb 03, 2024 | 2:00 PM

Recruitment Scam: আদালতে জামিনের বিরোধিতায় এদিন সিবিআই আইনজীবী সওয়ালে ভয়ঙ্কর অভিযোগ তোলেন পার্থর বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, শিক্ষক পদে বা শিক্ষাকর্মী হিসেবে কারা চাকরি পাবে, কারা পাবে না... গোটাটাই ঠিক করা হত সম্পূর্ণ পরিকল্পনা মাফিক। শুধু তাই নয়, দফতরের যাঁরা এই বিষয়ে সঙ্গ দিতেন না, তাঁদের পদ থেকেও সরিয়ে দেওয়া হত বলে অভিযোগ সিবিআই আইনজীবীর।

Partha Chatterjee: এমন প্ল্যানিং হয়েছিল, যাতে নাম সামনে না আসে! পার্থর ফন্দি ফাঁস করল CBI
পার্থ চট্টোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শনিবার শুনানি ছিল আলিপুর বিশেষ সিবিআই আদালতে। মামলার শুনানি শুরু হতেই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সওয়ালে উঠে আসে, অযোগ্য শিক্ষকে ভবিষ্যৎ সমাজের অবক্ষয়ের কথাও। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের বিরোধিতায় এদিন কী যুক্তি দেখাল সিবিআই?

আদালতে জামিনের বিরোধিতায় এদিন সিবিআই আইনজীবী সওয়ালে ভয়ঙ্কর অভিযোগ তোলেন পার্থর বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, শিক্ষক পদে বা শিক্ষাকর্মী হিসেবে কারা চাকরি পাবে, কারা পাবে না… গোটাটাই ঠিক করা হত সম্পূর্ণ পরিকল্পনা মাফিক। শুধু তাই নয়, দফতরের যাঁরা এই বিষয়ে সঙ্গ দিতেন না, তাঁদের পদ থেকেও সরিয়ে দেওয়া হত বলে অভিযোগ সিবিআই আইনজীবীর। এমনকী পার্থর বাড়িতে বৈঠকে ডেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এমনও দাবি আইনজীবীর। সওয়ালে তিনি আরও বলেন,  ‘দুর্নীতির গোটা ছবিতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায় । অপরাধ এমনভাবে পরিকল্পনা করে করতেন, যাতে তাঁর নাম সামনে কোথাও না থাকে।’

জামিনের বিরোধিতা করার সময় উঠে আসে সামাজিক অবক্ষয়ের উদ্বেগও। সিবিআই আইনজীবী যুক্তি সাজান, ‘শিক্ষা এমন একটা জায়গা যা সমাজ তৈরি করে।’ তাঁর বক্তব্য, একজন চিকিৎসক যখন কোনও ভুল করেন, তখন তার খেসারত দিতে হয় রোগীকে। সেই প্রসঙ্গে টেনে এনেই তিনি বলেন, ‘তেমনভাবেই এরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছে, তাতে সমাজ ভবিষ্যতে কোন দিকে যাবে তার ঠিক নেই।’ এই যুক্তি সাজিয়েই পার্থর জামিনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী।

Next Article