Recruitment: ৫,২৫১ জন কুষ্ঠজয়ীর মুখে হাসি, নিয়োগ করবে রাজ্য সরকার!

West Bengal Government Recruitment: রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক কর্তারা বলছেন, এটা কেবল আইনি বাধ্যবাধকতা নয়। বরং এটি একটি মানবিক শাসনের এক বড় উদাহরণ। যোগ্য প্রার্থীদের হাতে সময়মতো নিয়োগপত্র তুলে দেওয়াই এখন অগ্রাধিকার।

Recruitment: ৫,২৫১ জন কুষ্ঠজয়ীর মুখে হাসি, নিয়োগ করবে রাজ্য সরকার!

| Edited By: সুপ্রিয় ঘোষ

Dec 19, 2025 | 4:04 PM

অবশেষে অবসান হতে চলেছে দীর্ঘ আইনি লড়াইয়ের। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার এক বিরাট পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। ৫ হাজার ২৫১ জন পুনর্বাসিত কুষ্ঠরোগীর জন্য খুলতে চলেছে রাজ্য সরকারের কর্মসংস্থানের দরজা।

কী ঘটছে এখন?

চিকিৎসা শেষ, তাঁরা এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু সামাজিক সম্মান আর রুটিরুজির লড়াই চলছিল দীর্ঘদিন। এবার সেই জট কাটতে চলেছে। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগেই এই প্রক্রিয়া শেষ করতে চাইছে প্রশাসন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্রুত শুরু হবে নথিপত্র যাচাইয়ের কাজ।

ভোটের আগে মাস্টারস্ট্রোক?

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক কর্তারা বলছেন, এটা কেবল আইনি বাধ্যবাধকতা নয়। বরং এটি একটি মানবিক শাসনের এক বড় উদাহরণ। যোগ্য প্রার্থীদের হাতে সময়মতো নিয়োগপত্র তুলে দেওয়াই এখন অগ্রাধিকার।

আপনার জন্য কী বার্তা?

আপনি যদি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, তবে নথিপত্র গুছিয়ে রাখুন। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি তথ্য খুঁটিয়ে দেখবে সংশ্লিষ্ট দফতর।

ভবিষ্যৎ কী?

দীর্ঘ প্রতীক্ষার পর এই পদক্ষেপে আদালতের নির্দেশনার জয় হল। মানবিক এই উদ্যোগ সফল হলে সমাজের মূল স্রোতে ফিরবেন হাজার হাজার মানুষ। আগামী ৩-৬ মাস এই নিয়োগ প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।