Regent Park: ‘মহিলা তো খারাপ নন…একটা তো বিশ্বাসেরও ব্যাপার থাকে’, মা কেন বিয়ের দু’দিন আগেই গয়না লুঠ করালেন, কী বলছেন ছেলে? রিজেন্ট পার্কের ঘটনায় উঠে এল আসল সত্যি

Regent Park: মা যে এমনটা করেছে, তা ভাবতেই পারছেন না ছেলে দেবজ্যোতি বিশ্বাস। তিনি বলেন, "এটাই তো দেখলাম। মাই নাকি এমন করেছে। আমার সঙ্গে সম্পর্ক ভালই ছিল। মহিলা খারাপ নন। আর এক মাসের মধ্যে বিয়ে।"

Regent Park: মহিলা তো খারাপ নন...একটা তো বিশ্বাসেরও ব্যাপার থাকে, মা কেন বিয়ের দুদিন আগেই গয়না লুঠ করালেন, কী বলছেন ছেলে? রিজেন্ট পার্কের ঘটনায় উঠে এল আসল সত্যি
ছেলে দেবজ্যোতি বিশ্বাস (ইনসেটে সোনালি বিশ্বাস)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 19, 2025 | 12:44 PM

কলকাতা: রিজেন্ট পার্কে ডাকাতির তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ছেলের বিয়ের আগে বাড়িতে ডাকাতি করালেন তাঁরই মা। আর তারপর ডাকাতির গল্প ফাঁদেন। গত সোমবার রিজেন্ট পার্ক থানার ঠিক একশো মিটার দূরেই একটি ফ্ল্যাটে ডাকাতির অভিযোগ ওঠে। ফোন করেন বাড়ির গৃহকর্ত্রী সোনালি বিশ্বাস। তারপর তদন্তে নেমে দুদিনের মধ্যেই তার কিনারা করেন।

মা যে এমনটা করেছে, তা ভাবতেই পারছেন না ছেলে দেবজ্যোতি বিশ্বাস। তিনি বলেন, “এটাই তো দেখলাম। মাই নাকি এমন করেছে। আমার সঙ্গে সম্পর্ক ভালই ছিল। মহিলা খারাপ নন। আর এক মাসের মধ্যে বিয়ে। তার মধ্যে মা যে এমন করতে পারে…ভাবতেই পারছি না। একটা আমার বিয়ের গয়না অর্ডার দেওয়া আছে। একটা বিশ্বাস, লয়্যালটির ব্যাপার থাকে তো। আমরা কখনও ঘরের মধ্যে নজরদারি করিনি। বাবার ঘরেই থাকত। আলমারিতে তখনও চাবি দেওয়া থাকত না।”

রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা পেশায় রেল কর্মী পিকলু বিশ্বাস। গত সোমবার তাঁর ফ্ল্যাটেই ডাকাতির অভিযোগ ওঠে। তাঁর প্রথম পক্ষের স্ত্রীর ক্যান্সারে মৃত্যু হয়। এরপর সোনালি বিশ্বাসকে বিয়ে করেন তিনি। পিকলুর প্রথম পক্ষের ছেলে দেবজ্যোতি বিশ্বাস। সামনেই দেবজ্যোতির বিয়ে ছিল। তার জন্য বাড়িতে সোনার গয়না কিনে রাখা ছিল।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোনালি তাঁর বোনের স্বামী রাজা নাগের সঙ্গে ছক করেই এই গল্প ফাঁদেন। রাজা ও সোনালিকে গ্রেফতার করেছে পুলিশ।