Kolkata Police: একসঙ্গে ৪৫ থানার ওসি বদল কলকাতায়, জেলা পুলিশেও বড় রদবদল

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 23, 2024 | 12:03 AM

West Bengal Police: গত বছরের নভেম্বর মাসেও কলকাতা পুলিশে বড় রদবদল হয়। যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ)-কে সিআইডিতে বদলি করার পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক সিনিয়র আইপিএস অফিসারকে বদলি করা হয় গোয়েন্দা বিভাগে। তবে এবার ভোটের আগে সবথেকে বেশি সংখ্যক পুলিশ আধিকারিকের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

Kolkata Police: একসঙ্গে ৪৫ থানার ওসি বদল কলকাতায়, জেলা পুলিশেও বড় রদবদল
লালবাজার (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনের আগে এই বদল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন রাজীব কুমার। এবার ইন্সপেক্টর থেকে ওসি সব পদেই রদবদল করল লালবাজার। সোমবারই এই রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশের দাবি এটা রুটিন বদলি। এর পিছনে অন্য কোনও কারণ নেই। গত বছরের শেষের দিকে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পদে রদবদল হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের একসঙ্গে ৫৫ জন ইন্সপেক্টর পদে রদবদল করা হয়েছে। এছাড়া ৪৫টি থানার ওসি পদে রদবদল করা হয়েছে। এখানেই শেষ নয় লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশেও শতাধিক পদে বদলি হয়েছে। জেলা পুলিশের ২৯৭ জন সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জেলার পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে নবান্নের তরফে নতুন ডিজি-র নাম ঘোষণা করা হয়। তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিব পদ থেকে সরিয়ে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে বসানো হয়। এছাড়া, গত বছরের নভেম্বর মাসেও কলকাতা পুলিশে বড় রদবদল হয়। যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ)-কে সিআইডিতে বদলি করার পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক সিনিয়র আইপিএস অফিসারকে বদলি করা হয় গোয়েন্দা বিভাগে। তবে ভোটের আগে সবথেকে বেশি সংখ্যক পুলিশ আধিকারিকের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

Next Article