RG Kar: RG-Kar কাণ্ডে বড় মোড়, এবার CBI-অফিসার সীমা পাহুজার মুখোমুখি হতে হবে ৭জনকে
RG Kar: CBI তদন্তে অসন্তোষ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তিলোত্তমার বাবা-মা। তাঁদের আবেদন ছিল,আরও তদন্তের প্রয়োজন। কলকাতা হাইকোর্টে সেই মর্মে আবেদন জানান তাঁরা। তবে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় তা শুনতে চায়নি হাইকোর্ট।

কলকাতা: তিলোত্তমা-কাণ্ডের মামলা কলকাতা হাইকোর্টে ফিরতেই ফের যেন গতি পেল তদন্ত। বুধবার তিলোত্তমার মৃত্যুর শংসাপত্র পেয়েছেন তাঁর মা-বাবা। আর এবার ঘটনার দিন ডিউটিতে কোন-কোন নার্স উপস্থিত ছিলেন? তাঁদের ডাকা হল সিজিওতে। হাজিরা দিতে নির্দেশ দিয়েছে CBI। জানা যাচ্ছে, সাতজনকে ডেকে পাঠানো হয়েছে।
CBI তদন্তে অসন্তোষ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তিলোত্তমার বাবা-মা। তাঁদের আবেদন ছিল,আরও তদন্তের প্রয়োজন। কলকাতা হাইকোর্টে সেই মর্মে আবেদন জানান তাঁরা। তবে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় তা শুনতে চায়নি হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টে আবেদন জানান তিলোত্তমার বাবা-মা। সুপ্রিম কোর্ট তাতেই মান্যতা দেয়। আর হাইকোর্টে সেই মামলা আসতেই দেখা যাচ্ছে ফের গতি পেল তদন্ত।
সোমবার মামলা ফিরতেই বুধবার সন্ধেয় স্বাস্থ্য সচিব নিজে পৌঁছে যান তিলোত্তমার মা-বাবার বাড়িতে। দীর্ঘ সাত মাস ধরে আটকে থাকা তিলোত্তমার মৃত্যুর শংসাপত্র তুলে দেন তাঁদের হাতে। এরপর বৃহস্পতিবার দেখা গেল, সিবিআই দফতরে তলব করা হয়েছে কর্তব্যরত নার্সদের। প্রথম দিন থেকেই দেখা যাচ্ছিল, তিলোত্তমার বাবা-মা অভিযোগ করছিলেন, তাঁরা সিবিআই তদন্তে অসন্তুষ্ট। ঘটনার দিন উপস্থিত থাকা অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাঁদের আইনের আওতায় আনা হয়নি। এমনকী সেইদিন কর্তব্যরত নার্স-সিস্টারদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই প্রশ্নও তুলেছিলেন। এরপরই দেখা গেল তদন্তকারী অফিসার সীমা পাহুজা তলব করেছেন ওই সকল নার্সদের। আজ থেকেই হাজিরা দেবেন তাঁরা।





