কলকাতা: আরজি করে ভাঙচুরের ঘটনায় খোঁজ মিলেছে দমদমের আরও এক যুবকের। এর আগে পূর্ব সিঁথি সৌমিক দাসকে গ্রেফতার করে পুলিশ। এবার নজরে দক্ষিণ দমদম পুরসভার কুণ্ডুবাগান রায়মল্লিক কলোনির বাসিন্দা ভিকি রায়। গত বুধবার আরজি কর মেডিক্যালে যে তাণ্ডবলীলা চলেছে, সেখানে ভিকি উপস্থিত ছিলেন। ভিডিয়োতে তাঁকে ভাঙচুর করতে দেখা গিয়েছে বলেও অভিযোগ। এদিকে ঘটনার পরদিন থেকে ‘উধাও’ ভিকি। মোবাইল ফোনের সুইচ বন্ধ।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
বাবা ভোলানাথ রায়ের দাবি, সেদিন রাতে ছেলেকে টিভির পর্দায় দেখেছিলেন। তাঁর কথায়, “টিভিতে দেখছিলাম ছেলে গ্রিলের বাইরে দাঁড়িয়ে বিচার চাই বলছে। তখন ওখানে পুলিশও ছিল। কার সঙ্গে গিয়েছিল তা তো বলতে পারব না।” অভিযোগ উঠছে, এলাকার তৃণমূল কাউন্সিলরের সঙ্গে পরিচিতি ছিল ভিকির।
যদিও কাউন্সিলর মুনমুন চট্টোপাধ্য়ায় বলেন, “আমি তো ছবিতে দেখলাম। ও যে গিয়েছে আমি তো আর জানি না। আমার ওয়ার্ডের বাসিন্দা হতে পারে। কিন্তু আমি কোনওদিন ওর সঙ্গে কথাও বলিনি, কোনও যোগাযোগও নেই। ওরা তো বর্ন অ্যান্ড ব্রট আপ সিপিএম। ওদের বাড়ির সবাই এখনও সিপিএমটাই করে। বাবা পার্টি মেম্বার। প্রমাণও করে দিতে পারব। ওর বাবা, মা সকলে সিপিএমের মিছিলে পর্যন্ত হেঁটেছে। তবে ওখানে কেন গিয়েছে তা তো আমার বলা সম্ভব নয়। আমার সঙ্গে কথা বলে তো আর যায়নি। কেউ আবেগে, বিবেকে গিয়েছে। সেটা আমি বলতে পারি না। তবে জীবনে ও আমার সঙ্গে কথা বলেছে বলে আমার তো মনে পড়ছে না।”