Junior Doctors: ‘তিলোত্তমা ফান্ডে’ নয়ছয়? পুলিশ ডাকতেই অতিসক্রিয়তার অভিযোগ তুলে সরব জুনিয়র চিকিৎসকেরা

Junior Doctors: টাকা নয়ছয় নিয়ে চাপানউতোর শুরু হতেই নাকি WBJDF'এর ওয়েবসাইট মুছে ফেলা হয়েছে, এমবনটাও অভিযোগ করা হচ্ছে শাসকদলের তরফে। যদিও WBJDF'এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে প্রথমদিন থেকে এই ওয়েবসাইট সক্রিয় ছিল না।

Junior Doctors: ‘তিলোত্তমা ফান্ডে’ নয়ছয়? পুলিশ ডাকতেই অতিসক্রিয়তার অভিযোগ তুলে সরব জুনিয়র চিকিৎসকেরা
অনিকেত মাহাতো Image Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 19, 2025 | 9:15 AM

কলকাতা: তহবিলের অর্থ নিয়ে ফের তলব আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। বিধাননগর কমিশনারেট, টালা থানায় তলব। তলব ঘিরে পুলিশি হেনস্থার অভিযোগ আন্দোলনকারীদের। তিলোত্তমাকাণ্ডে আন্দোলন থামাতেই বারবার তলব, দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। WBJDF’এর ওয়েবসাইট নিয়েও কুৎসা ছড়ানোর অভিযোগ। অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসকেরাই। যদিও শাসক শিবিরের রয়েছে অন্য যুক্তি। চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। 

অভিযোগ, তিলোত্তমাকাণ্ডের সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল সেই অর্থ নয়ছয় করা হয়েছে। WBJDF’এর বিরুদ্ধে বারবার উঠেছে এই অভিযোগ। প্রসঙ্গত, এর আগেও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একবার তলব করা হয়েছিল। একইসঙ্গে আরও একটি গুরুতর অভিযোগ তোলা হচ্ছে শাসক শিবির থেকে। 

টাকা নয়ছয় নিয়ে চাপানউতোর শুরু হতেই নাকি WBJDF’এর ওয়েবসাইট মুছে ফেলা হয়েছে, এমবনটাও অভিযোগ করা হচ্ছে শাসকদলের তরফে। যদিও WBJDF’এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে প্রথমদিন থেকে এই ওয়েবসাইট সক্রিয় ছিল না। ওয়েবসাইট তৈরির কাজ চলছে। সাইটটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেলেই সেটি সামনে আসবে। একইসঙ্গে টাকার হিসাবও দ্রুত সামনে আনার জন্য তারা তৎপর হচ্ছেন বলে জানিয়েছেন। বিবৃতিতেই জুনিয়র ডাক্তারদের সাফ বক্তব্য, “এহেন মিথ্যাচার করে যারা আন্দোলন কে দমাতে চাইছেন তারা মনে রাখবেন, ন্যায়বিচারের যে লড়াই শুরু হয়েছে তা দীর্ঘজীবী হবে। লড়াই এর শেষ অবধি আমরা আছি, থাকব!”