তিলোত্তমা কাণ্ডে RG Kar এর আউটপোস্টের পুলিশ কর্তাদের তলব, কী উত্তর খুঁজছে CBI?

সিজার মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Aug 23, 2024 | 4:01 PM

RG Kar Case: প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে শুরুতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। জল গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে।

তিলোত্তমা কাণ্ডে RG Kar এর আউটপোস্টের পুলিশ কর্তাদের তলব, কী উত্তর খুঁজছে CBI?
কিসের খোঁজে সিবিআই?
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: তিলোত্তমা কাণ্ডে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজি কর হাসপাতালের আউট পোস্টের ওসি, অ্যাডিশনাল ওসির। ডাকা হয়েছিল ওই সময় আউট পোস্টের দায়িত্বে থাকা অন্যান্য পুলিশ কর্মীদের। গেলেন তাঁরাও। কখন ঘটনার খবর এসেছিল, কখনও থানাকে জানানো হয়েছিল, কে জানিয়েছিল, কখন দেহ উদ্ধার হয়, এ সব প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই আধিকারিকেরা। ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্টের যাবতীয় ঘটনাক্রম জানারও চেষ্টা চলছে বলে খবর। 

খবর পাওয়ার পর কী কী করেছিলেন তদন্তকারীরা, অকুস্থলকে কী সুরক্ষিত করা হয়েছিল, ক্রাইম সিন কি সিল করা হয়েছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। একইসঙ্গে এ ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ারকে তাঁরা চিনতেন কিনা, তাঁর কাজই বা কী ছিল, কেন সঞ্জয়ের হাসপাতালে যাতায়াতের অনুমতি ছিল, কে অনুমতি দিত তাও জানার চেষ্টা চলছে।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে শুরুতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। জল গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। ইতিমধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও আরও একাধিক ব্যক্তিকে তলব করেছিল সিবিআই। এবার তলব একেবারে ৯ অগাস্ট আরজি করের আউটপোস্টে থাকা পুলিশ অফিসারদের। এখন দেখার তাঁদের কাছ থেকে নতুন কোন তথ্য হাতে পান কেন্দ্রীয় তদন্তকারীরা। 

Next Article