কলকাতা: এবার মহার্ঘ চাল। হু হু করে বাড়ছে দাম। এক ঝটকায় কেজি প্রতি চালের দাম বেড়েছে ১০ টাকা। মিনিকেট, রত্না, বাঁশকাঠি থেকে গোবিন্দ ভোগ- সব চালই এখন মহার্ঘ। চাল কিনতে এসে মাথায় হাত পড়ছে ক্রেতাদের। যেদিকে চালের দাম এগোচ্ছে, তাতে বাজার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর কেবল কলকাতা বা দক্ষিণবঙ্গই নয়, চালের বেচাল অবস্থা উত্তরবঙ্গেও। একনজরে চালের দাম আগে এখন মিনিকেট ৫০ টাকা প্রতি কেজি মিনিকেট ৬০-৬২ টাকা প্রতি কেজি রত্না চাল ৪৩ টাকা প্রতি কেজি রত্না চাল ৫০ টাকা প্রতি কেজি বাঁশকাঠি...