SSC Tainted List: ‘কোনও প্রমাণ নেই…’, যা বললেন দাগি তালিকায় থাকা রীতেশ ঘোষ

SSC Tainted List: রীতেশ ঘোষ আরও দাবি করেছেন, যে হার্ড ডিস্ক নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, তার উপর ভিত্তি করেই লিস্ট বানানো হল। এটা প্রমাণিত নয়। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দাগিয়ে দেওয়া হল।

SSC Tainted List: কোনও প্রমাণ নেই..., যা বললেন দাগি তালিকায় থাকা রীতেশ ঘোষ
রীতেশ ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 30, 2025 | 9:40 PM

কলকাতা: দাগি-তালিকা প্রকাশ হল সুপ্রিম কোর্টের নির্দেশে। ওএমআর জালিয়াতি বা র‌্যাঙ্ক জাম্পের মতো অভিযোগ যাঁদের বিরুদ্ধে আছে, তাঁদের নামই আছে এই তালিকায়। তালিকা প্রকাশ হওয়ার পর সামনে এসেছে তৃণমূল নেতা থেকে নেতার স্ত্রী- অনেকেরই নাম। তবে কীসের ভিত্তিতে এই তালিকা, তা নিয়েই প্রশ্ন তুললেন তালিকায় নাম থাকা রীতেশ ঘোষ।

TV9 বাংলার মুখোমুখি হয়ে রীতেশ ঘোষ দাবি করেছেন, এই তালিকা শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করেই প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “কেন স্কুলের নাম দেওয়া হল না, রহস্য কোথায় আছে জানি না। তবে আমাদের অযোগ্য বলে চিহ্নিত করা যায় না।” তাঁর দাবি, যেহেতু ওএমআর শিটের মিরর ইমেজ বা অরিজিনাল কপি নেই, তাই ওএমআর জালিয়াতির অভিযোগের ক্ষেত্রে এভাবে দাগিয়ে দেওয়া যায় না।

রীতেশ ঘোষ আরও দাবি করেছেন, যে হার্ড ডিস্ক নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, তার উপর ভিত্তি করেই লিস্ট বানানো হল। এটা প্রমাণিত নয়। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দাগিয়ে দেওয়া হল।

সামাজিক সম্মান যে নষ্ট হচ্ছে সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি। তবে আগামিদিনে কী করবেন, তা স্পষ্ট করেননি। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই লিস্ট নিয়ে ফের মামলা হতে পারে।

শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ ১৮০৪ জনের নামের তালিকা প্রকাশ হয়েছে। তবে তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাঁদের পাশে পরীক্ষার রোল নম্বর থাকলেও যে স্কুলে তাঁরা কর্মরত সেই স্কুলের নাম নেই। যদিও নবম, দশম, একাদশ, দ্বাদশের বিভাজন করা হয়নি।