AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: মৌলালি মোড়ে বাস ঘুরতেই দরজা ভেঙে পড়ল রাস্তায়, যাত্রীরাও হুড়মুড়িয়ে পথে

Bus Accident: ২৪/১ রুটের বাসগুলিতে মূলত দু'টি দরজা থাকে। সামনের দিকে একটি দরজা, পিছনের দিকে একটি দরজা। প্রতিদিন প্রচণ্ড ভিড় হয় এই বাসে। তবে সাধারণত একটি দরজাই খোলা থাকে বাসগুলির। আর বন্ধ দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন বা বলা ভাল ভিড়ের কারণে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন যাত্রীরা।

Accident: মৌলালি মোড়ে বাস ঘুরতেই দরজা ভেঙে পড়ল রাস্তায়, যাত্রীরাও হুড়মুড়িয়ে পথে
রাস্তায় ভাঙা দরজা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 11, 2024 | 12:19 PM
Share

কলকাতা: মৌলালি মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বাসের দরজা খুলে পড়ে যায় মাঝ রাস্তায়। হুড়মুড়িয়ে বাস থেকে রাস্তায় পড়ে যান কয়েকজন যাত্রীও। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ ২৪/১ রুটের একটি বাস শিয়ালদহ ফ্লাইওভার থেকে মৌলালি হয়ে ধর্মতলায় যাচ্ছিল। সেই বাসেই এই ঘটনা ঘটে।

২৪/১ রুটের বাসগুলিতে মূলত দু’টি দরজা থাকে। সামনের দিকে একটি দরজা, পিছনের দিকে একটি দরজা। প্রতিদিন প্রচণ্ড ভিড় হয় এই বাসে। তবে সাধারণত একটি দরজাই খোলা থাকে বাসগুলির। আর বন্ধ দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন বা বলা ভাল ভিড়ের কারণে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন যাত্রীরা। এদিনও তেমনটাই ঘটেছিল। বাসটি এসএন ব্যানার্জি রোডের দিকে বাঁক নেওয়ার সময় বাসের মাঝের দরজার ছিটকানি খুলে যায়। সেই সময় গেটে কয়েকজন যাত্রী হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন।

গেট খুলে রাস্তার উপর পড়ে যায়। সেই সময়ই হুড়মুড়িয়ে ৬ যাত্রী রাস্তায় পড়ে যান। এরমধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। এমনিতেই বাসগুলি পুরনো হয়েছে। রক্ষণাবেক্ষণ কতদূর কী হয় তা নিয়ে প্রশ্ন রয়েছে যাত্রীদের মনেই। তাই যাত্রী চাপ সামলাতে পারেনি বলে অনুমান। গাড়ির চালক ও কন্ডাক্টরকে আটক করেছে এন্টালি থানার পুলিশ।