কলকাতা: সল্টলেকের সেন্ট্রাল পার্ক নেতাজি আইল্যান্ডে রাস্তা ধস। সাতসকালে রাস্তায় একটা বিরাট গর্ত দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। যে কোনও সময়ে এলাকায় বড় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। দোলাচলে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন, বিধাননগর পুরনিগমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খানাখন্দে ভরা রাস্তা, নতুন করে সংযোজন সেন্ট্রাল পার্ক নেতাজি আইল্যান্ডে সামনেও রাস্তায় ধসে বড়সড় গর্ত তৈরি হয়েছে। যে কোনও সময়ে এলাকায় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সল্টলেকবাসী।
আবার এলাকাবাসীদেরই অনেকে বলছেন,এই ধরনের গর্ত দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই,সল্টলেকের বিভিন্ন প্রান্ত জুড়ে রয়েছে এরকম একাধিক গর্ত রয়েছে। অভিযোগ, প্রশাসন সব দেখেও চুপ রয়েছে। একাধিকবার এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনও বদল হয়নি। একাধিকবার রাস্তা সংস্কারের আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এক স্থানীয় বাসিন্দা বলেন, “মানুষের মুখ ব্যথা হয়ে গিয়েছে বলতে বলতে। অথচ ব্যস্ত সময়ে অফিস টাইমে এই রাস্তা দিয়ে কত গাড়ি বাস, অটো যায়। যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটে যেতেই পারে। অনেক আশ্বাসই দেওয়া হয়েছে। কিন্তু কিছুই কার্যকর হয় না।”
পৌরসভা থেকে পৌরনিগমে উন্নীত হলেও, এখনও পরিষেবায় অনেক সমস্যা রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। পৌরনিগমের ঢিল ছোড়া দূরত্বে এই ধরনের রাস্তার ওপর ধসে প্রশাসন নির্বিকার।
এর আগে সল্টলেকের পূর্বশ্রীর সামনে রাস্তায় ধস নেমেছিল। এর আগেই একাধিকবার এ বিষয়ে কেএমডিএ-র সঙ্গে আলোচনায় বসে বিধাননগর পুরসভা। কখনও জলের লাইনে ফাটল, কখনও ভারী যানবাহনের কারণে রাস্তায় ফাটলের কথা উল্লেখ করা হয়। কিন্তু এই সমস্যা চিরস্থায়ী সমাধান চান এলাকাবাসী।