Roddur Roy Arrested: রোদ্দুর রায় গ্রেফতার, গোয়ায় কলকাতা পুলিশের জালে বিতর্কিত ইউটিউবার

Roddur Roy Arrested: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

Roddur Roy Arrested: রোদ্দুর রায় গ্রেফতার, গোয়ায় কলকাতা পুলিশের জালে বিতর্কিত ইউটিউবার
রোদ্দুর রায় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2022 | 7:46 PM

কলকাতা: গ্রেফতার ইউটিউবার রোদ্দুর রায়। গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছে তাঁকে। লালবাজারের সাইবার সেলের কর্তারা মঙ্গলবার গোয়ায় গিয়ে তাঁকে গ্রেফতার করেছেন। হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের হয়। বেশ কিছু দিন আগে রোদ্দুর রায় নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন রোদ্দুর রায়। তারপরই হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের হয়।

উল্লেখ্য, ইউটিউবার রোদ্দুর তাঁর বিভিন্ন মন্তব্য ও অশ্লীল কথাবার্তার জন্য সামাজিক মাধ্যমে পরিচিত মুখ। কলকাতায় শো করতে এসে নজরুল মঞ্চে প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-র অসুস্থ হয়ে পড়া ও তারপর তাঁর মৃত্যুর ঘটনা নিয়েই রোদ্দুর রায়ের সাম্প্রতিকতম ভিডিয়ো। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

গোয়াতে রোদ্দুর রায়

ফেসবুক লাইভে এসে রূপঙ্কর বাগচীর মন্তব্য থেকে শুরু করে সেদিন নজরুল মঞ্চে উপস্থিত থাকা তৃণমূল নেতা মদন মিত্রকেও অশালীন ভাষায় আক্রমণ করতে দেখা যায় রোদ্দুর রায়কে। এরপর মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই ‘দিদি’ বলে সম্বোধন করে তিনি একাধিক কুরুচিকর মন্তব্য করেন। নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক নিয়েও মন্তব্য করেন তিনি। এরপরই দুর্নীতি ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একাধিক কুরুচিকর মন্তব্য করেন তিনি।

পরিচালক কৌশিক মুখোপাধ্যায় ওরফে ‘কিউ’ ফেসবুকে রোদ্দূরের গ্রেফতার হওয়ার খবরটি প্রথম জানান। তার পর কলকাতা পুলিশের পদস্থ অফিসারেরাও খবরের সত্যতা স্বীকার করে নেন।

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “এহেন নিম্নমানের আচার আচরণ তৈরি করার আগে যেন কেউ দশ বার ভাবে। সেই দৃষ্টান্ত তৈরি করার জন্য আমি আবেদন করব, যেন এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। গণতন্ত্র প্রমাণ করতে গেলে কি সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করতে হয়?’