Royal Bengal Tiger: সুন্দরবনে সেঞ্চুরি করল রয়্যাল বেঙ্গল টাইগার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 09, 2023 | 7:17 PM

২০১৮ সালে যেখানে দেশে মোট বাঘের সংখ্যা ছিল ২৯৬৭টি, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮০ টি।

Royal Bengal Tiger: সুন্দরবনে সেঞ্চুরি করল রয়্যাল বেঙ্গল টাইগার
রয়্যাল বেঙ্গল টাইগার। প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: সেঞ্চুরি করল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। গোটা দেশের সঙ্গে-সঙ্গে সুন্দরবনেও বাঘের সংখ্যা বেড়েছে। সুন্দরবনে (Sundarban) রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০। রবিবার প্রকাশিত ব্যাঘ্র সুমারিতে এমনই তথ্য উঠে এসেছে। এব্যাপারে ইতিমধ্যে কেন্দ্রকে রিপোর্টও দিয়েছে রাজ্য সরকার। রয়্যাল বেঙ্গল টাইগারের এই সংখ্যা বৃদ্ধি রাজ্য তথা দেশের জন্যও যে সুখবর, তা বলা বাহুল্য।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের মোট সংখ্যা ছিল ৮৮। সম্প্রতি প্রকাশিত ব্যাঘ্র সুমারিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। অর্থাৎ গত ৪ বছরে সুন্দরবনে ১২টি রয়্যাল বেঙ্গল টাইগার বেড়েছে। যা রাজ্য তথা দেশের জন্য খুবই ইতিবাচক।

তবে কেবল সুন্দরবন নয়, সামগ্রিকভাবে গোটা দেশেই বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে যেখানে দেশে মোট বাঘের সংখ্যা ছিল ২৯৬৭টি, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮০ টি। অর্থাৎ দেশে গত ৪ বছরে বাঘের সংখ্যা ১০০টিরও বেশি বেড়েছে।

প্রসঙ্গত, এদিন সকালে কর্নাটকের বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিন দেখা যায় একেবারে অন্য লুকে দেখা যায় প্রধানমন্ত্রীকে। খাঁকি প্যান্ট ও টি-শার্টের উপর জ্যাকেট পরিহিত নরেন্দ্র মোদী জঙ্গল সাফারি করেন। তাঁকে নিজের হাতে হাতিকে খাওয়াতেও দেখা যায়। জঙ্গল সাফারির পরই দেশের বাঘের মোট সংখ্যা-পরিসংখ্যান প্রকাশ করেন তিনি। কেন্দ্রের ‘ব্যাঘ্রপ্রকল্প’ তথা ‘প্রোজেক্ট টাইগারে’র ৫০ বছর পূর্তি উপলক্ষেই এই ঘোষণা করেন তিনি। দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়া গর্ব অনুভব করছেন জানিয়ে নমো বলেন, “আমরা সবাই আজ এক গুরুত্বপূর্ণ মাইলফলকের সাক্ষী হলাম। প্রোজেক্ট টাইগারের ৫০ বছর হল। ভারত কেবল বাঘকেই রক্ষা করেনি, সব মিলিয়ে বাস্তুতন্ত্রকেই রক্ষা করেছে।”

Next Article