
কলকাতা: জোর করে ট্যাক্সিতে উঠে যাত্রীদের কাছ থেকে আড়াই কোটি টাকার বেশি ডাকাতি। দিনদুপুরে ভয়ঙ্কর ঘটনা কলকাতায়। ঘটনার তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৯ লক্ষ টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনাটি ঘটে গত ৫ মে। সম্রাট ঘোষ নামে অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, ওইদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ট্যাক্সিতে করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পার্ক সার্কাস শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন তিনি ও তাঁর এক সহকর্মী। পথে ২ জন ব্যক্তি জোর করে তাঁদের ট্যাক্সিতে ওঠে। তারপরই তাঁদের কাছে কাছে থাকা ২ কোটি ৬৬ লক্ষ টাকা ডাকাতি করে পালায় ওই ২ জন।
সম্রাট ঘোষ ও তাঁর সহকর্মী একটি বৈদেশিক মুদ্রা লেনদেন সংস্থার কর্মী। ডাকাতির পর থানায় অভিযোগ দায়ের করেন সম্রাট। ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জায়গা থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সঞ্জীব দাস ও পচা, মহম্মদ সারফারজ ওরফে সোনু, রিজু হাজরা, শেখ শাহরুখ, এবং আলমগীর খান।
পুলিশ জানিয়েছে, সঞ্জীব দাসকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে তার বন্ধু শৈলেনের বাড়ি টাকা লুকিয়ে রেখেছে। এরপর গতকাল বারুইপুরের সুভাষগ্রামে শৈলেনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ২৬ লক্ষ টাকা উদ্ধার হয়।
বৃহস্পতিবারই আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তার বাড়িতেও কয়েক লক্ষ টাকা রয়েছে। তিলজলায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়। বাকি টাকার কোথায় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।