RSS BJP Meet in WB: চোখে আঙুল দিয়ে দেখানো হবে সরকারের ব্যর্থতা! RSS-বিজেপির বৈঠকে যা আলোচনা হল

RSS BJP Meeting: সূত্রের খবর, দুর্নীতিতে জড়িয়ে থাকা নেতা-মন্ত্রীকে নিশানা করা হবে প্রচারে। এছাড়া কয়লা, বালি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির উপর জোর দেওয়া হবে। সেই সঙ্গে সরকারি অর্থ তছরুপের ঘটনাকেও প্রচারে অস্ত্র করতে পারে গেরুয়া শিবির।

RSS BJP Meet in WB: চোখে আঙুল দিয়ে দেখানো হবে সরকারের ব্যর্থতা! RSS-বিজেপির বৈঠকে যা আলোচনা হল
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 21, 2025 | 2:24 PM

কলকাতা: ২০২৬-এর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। চলতি বছর প্রায় শেষ হওয়ার পথে। তার আগেই সব প্রস্তুতি সেরে ফেলতে চায় গেরুয়া শিবির। ভোটের প্রচারে রাজ্য সরকারের নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির বিষয় বেশি করে সামনে আনা হবে বলে ঠিক করা হয়েছে, প্রচারে ঝড় তুলবেন বিজেপির নেতা কর্মীরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ তুলনামূলকভাবে কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

কয়েকদিন আগেই ভোট কৌশল নিয়ে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব প্রমুখ। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের কয়েকজনও উপস্থিত ছিলেন সেখানে। আরএসএসের পক্ষে কয়েকজন প্রতিনিধি ছাড়াও কেন্দ্রীয় ও এ রাজ্যের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন সেখানে।

আলোচনায় উঠে এসেছে যে, গত বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২১ সালের ভোট নিয়ে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ অনেক বেশি ছিল। কিন্তু মাঠের প্রস্তুতি কম ছিল। আর এবার মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুতি অনেক বেশি বলেই মনে করছে বৈঠকে উপস্থিত নেতৃত্ব।

কোন বিষয়কে সামনে রেখে প্রচার করা হবে, তা নিয়ে আলোচনা করেছে আরএসএস ও বিজেপি। বাংলাদেশি অনুপ্রবেশের ফলে সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যার ভারসাম্যের বদল হয়েছে, এই বিষয়টি যেমন তুলে ধরা হবে, তেমনই মনে করিয়ে দেওয়া হবে, সেই বদলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার সঙ্গে যুক্ত করা হবে অনুপ্রবেশের ফলে কর্মসংস্থান আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা।

রাজ্য সরকারের মদতেই যে এটা হচ্ছে, তা জনগণকে বোঝানোর কাজ করবে বিজেপি। সূত্রের খবর, দুর্নীতিতে জড়িয়ে থাকা নেতা-মন্ত্রীকে নিশানা করা হবে প্রচারে। এছাড়া কয়লা, বালি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির উপর জোর দেওয়া হবে। সেই সঙ্গে সরকারি অর্থ তছরুপের ঘটনাকেও প্রচারে অস্ত্র করতে পারে গেরুয়া শিবির।

অর্থনীতির বেহাল দশা আর যুব সমাজের পরিযায়ী হয়ে ভিনরাজ্যে পাড়ি দেওয়াও গুরুত্ব পাবে বিজেপির ২০২৬ সালের ভোট প্রচারে। নারী নিরাপত্তা নিয়ে নিয়মিত মহিলা ও যুব মোর্চা যাতে রাস্তায় নামে তার দিকেও নজর দেওয়ার প্রসঙ্গ বৈঠকে উঠে এসেছে। বুথ শক্তিশালী করার উপর আবারও গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। সেই সঙ্গে আগামী বছরের গোড়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে হিন্দু সম্মেলন করার জন্য প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বৈঠকে। প্রয়োজনে মধ্য বঙ্গেও তা হবে।