কলকাতা: দশ দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা তাঁর। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় থাকবেন মোহন ভাগবত। তারপর বর্ধমান যাওয়ার কথা তাঁর।
জানা গিয়েছে, ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রদর্শন কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে অংশ নেবেন আরএসএস প্রধান। ওই একটিমাত্র প্রকাশ্য কর্মসূচি তাঁর রয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।
কলকাতায় পাঁচদিনের কর্মসূচিতে তিনদিন রয়েছে সঙ্ঘের অভ্যন্তরীণ কর্মসূচি, বৈঠক। একদিন বিশ্রাম। ওইদিনেই বিশিষ্টজনদের সঙ্গে দেখা করতে পারেন সঙ্ঘ প্রধান। আর একদিন অখিল ভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা তাঁর।
বর্ধমান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাংগঠনিকভাবে মধ্যবঙ্গ। সেই মধ্যবঙ্গের ৮টি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহন ভাগবতের। সেইসব বৈঠকে আরএসএস প্রধান কী বার্তা দেবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আবার আরজি কর কাণ্ডের কড়া নিন্দা করে সরব হয়েছিলেন তিনি। এবার বাংলায় দশদিনের সফরে সেই প্রসঙ্গে তিনি ফের কোনও বার্তা দেন কি না, সেটা দেখার।
বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করে কড়া বার্তা দিয়েছিল আরএসএস। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপের জন্য মোদী সরকারকে বার্তা দিয়েছিল। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে বাংলায়ও সরব হয় বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে বাংলা থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোহন ভাগবত কোনও বার্তা দেন কি না, সেদিকে নজর থাকবে সকলের।