কলকাতা : রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। নিজের অভিনয়শৈলীর জোরে বাংলা চলচ্চিত্র জগতে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। একদিকে যেমন অভিনেতা, তেমনই আবার রাজনেতাও বটে। কিন্তু এখনও বিয়ে কেন করছেন না তিনি ? বিয়ে করার কি কোনই ইচ্ছাই নেই রুদ্রনীলের? কী রয়েছে অভিনেতার মনের গোপনে? TV9 বাংলার কথাবার্তা অনুষ্ঠানে এসে রুদ্রনীল জানালেন, তিনি একেবারেই বিয়ের বিরোধী নন। এমনকী ইন্ডাস্ট্রিতে তাঁর অনেক বন্ধুও তাঁর বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাও কেন বিয়ে করছেন না রুদ্রনীল? অতীতের তিক্ততা কি এখনও তাড়া করে বেরাচ্ছে তাঁকে? রুদ্রনীলের কথায়, “আমার অনেক বন্ধুবান্ধব, যেমন আমাদের সবার প্রিয় পরিচালক এবং তৃণমূল বিধায়ক রাজ, আমার বিয়ে দেওয়া জন্য খুব চেষ্টা করেন। ওঁর স্ত্রী শুভশ্রী, আমার বন্ধু কাঞ্চন… এরা সবাই চেষ্টা করেন।”
রুদ্রনীল বলেন, “কিন্তু আমার প্রেমিকার সঙ্গে আইনি যে ঘটনাটি ঘটেছিল, সেটি হওয়ার পর থেকে মানসিকভাবে সিরিয়াস সম্পর্কের প্রতি একটা খারাপ লাগা রয়েছে। আমি একেবারেই বিশ্বাস করি না, কোনও একটি ধর্মের বা কোনও একটি জীবিকার বা কোনও একটি রাজনৈতিক দলের মানুষ যদি একটি ঘটনা ঘটায়, তার মানে সবাই এরকম।”
উল্লেখ্য, অতীতে অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন সেই মামলা আদালতে চলেছিল। শেষ পর্যন্ত অবশ্য আদালতের রায় গিয়েছিল রুদ্রনীলের পক্ষেই। কিন্তু সেই অতীতকে অভিজ্ঞতার কথা এখনও ভুলতে পারছেন না রুদ্রনীল। TV9 বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেন, “যেহেতু আমি বিবাহিত নই, তাই আমার কোলে বস্তা চাপিয়ে দেওয়া খুব সোজা। কাজ করার সুবাদে আমরা যে পেশায় রয়েছি, তাতে বেশ কিছু মানুষ আমাদের কাছাকাছি আসে। আমি প্রেম করলাম, বিচ্ছেদ হয়ে গেল। আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, আমি নাকি পুরানো প্রেমিকাকে শারীরিক নির্যাতন করেছি। আদালতে দীর্ঘদিন মামলা চলার পর জানা যায়, তিনি ভুল ছিলেন। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ছিল। তারপর হাইকোর্টে রাস্তাও খোলা ছিল। তিনি আর অভিযোগ করেননি। মিটে গিয়েছে। অভিযোগ আসতেই পারে। সবথেকে মজার বিষয়, যিনি অভিযোগ করেছিলেন, তিনি আমার শত্রু নন, তিনি আমার নিজের প্রেমিকা।”
সেই সঙ্গে রুদ্রনীল আরও বলেন, “আমি মনে করি, নিশ্চয় তিনি কোনও চাপে পরে এই কাজ করেছিলেন। আমি মানহানির মামলা করতে পারতাম। কিন্তু একটা মানুষকে তো আমি ভালবাসতাম। ফলে যা গিয়েছে, তা গিয়েছে।”
আরও পড়ুন : Rudranil Ghosh: ‘পেট চালাতে হবে’! এবার কি তবে রাজনীতি ছাড়বেন রুদ্রনীল?