AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Protest: ‘নবান্নে যেতে না দিলে বাড়ি চলে যাব…’, শিয়ালদহ থেকে আটক হয়ে বললেন এক চাকরিহারা

SSC Protest: ঘিরে ফেলা হয়েছে শিয়ালদহ মেট্রো চত্বর। বিকাশ ভবন থেকে আসা সন্দেহভাজনদের আটক করে প্রিজন ভ্য়ানে তুলছে তারা। কিন্তু সন্দেহভাজন কারা? যারা এখনও নবান্নে মিছিলের 'স্বপ্ন' ত্যাগ করতে পারেনি।

SSC Protest: 'নবান্নে যেতে না দিলে বাড়ি চলে যাব...', শিয়ালদহ থেকে আটক হয়ে বললেন এক চাকরিহারা
আটক চাকরিহারাImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: May 30, 2025 | 1:20 PM
Share

 সুমন মহাপাত্র ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট

কলকাতা: চাকরিহারাদের নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশ। সূত্রে খবর, মেট্রো স্টেশনগুলিতেও শুরু হয়েছে তল্লাশি। সন্দেহভাজন দেখলেই চলছে আটক প্রক্রিয়া। ইতিমধ্য়ে শিয়ালদহে জড়ো হতে শুরু হয়েছেন আন্দোলনকারীরা। আজ অর্থাৎ শুক্রবার তাদের অর্ধনগ্ন মিছিলের পালা। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু করে যাবে নবান্ন পর্যন্ত। কিন্তু তার আগেই ‘বাধা’ পুলিশ।

ঘিরে ফেলা হয়েছে শিয়ালদহ মেট্রো চত্বর। বিকাশ ভবন থেকে আসা সন্দেহভাজনদের আটক করে প্রিজন ভ্য়ানে তুলছে তারা। কিন্তু সন্দেহভাজন কারা? যারা এখনও নবান্নে মিছিলের ‘স্বপ্ন’ ত্যাগ করতে পারেনি। তাদেরই আটক করছে পুলিশ। এদিন আটক হয়েছেন এমনই আরও একজন চাকরিহারা। শিয়ালদহে নামতেই তাকে ধরে ফেলে পুলিশ।

তাঁর দাবি, ‘আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের জন্য এসেছি। আমরা নবান্নে যাব। মিছিল করব। আর করতে দেবে না তো বাড়ি চলে যাব। আজ সকাল আমি বেতন পেয়েছি। আমি ওনাকে বললাম। আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। তাও জোর করে আমাকে প্রিজন ভ্যানে তুলে নিল।’

চাকরিহারাদের আটক প্রসঙ্গে এক পুলিশকর্তা জানিয়েছেন, ‘আমরা তাদের আগাম জানিয়ে দিয়েছিলাম এখানে মিছিলের কোনও অনুমতি নেই। তাও তারা এখানে আসে। জড়ো হয়। তাই সেই ভিত্তিতে যে আইনি ব্যবস্থা নেওয়া যেত, তা নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, শুধু শিয়ালদহই নয়। পুলিশের আটক অভিযান চলছে ধর্মতলাতেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানে মোতায়েন হয়েছে বিরাট পুলিশ বাহিনী। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও আটক করছে পুলিশ। শনাক্তকরণ প্রক্রিয়া চলছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেও। চাকরিহারাদের খুঁজে খুঁজে আটক করছে পুলিশ।