Sacked Teacher: মুখ্যমন্ত্রীর কাছে পাঁচ চাকরিহারা, জানালেন নিজেদের বক্তব্য

Sacked Teacher: চাকরিহারা শিক্ষকদের একাংশের বক্তব্য, অবিলম্বে প্রত্যেককেই স্কুলে ফেরার সুযোগ করুক প্রশাসন। অনেকেই বিভিন্ন কারণে স্কুলে যেতে পারছেন না বলে অভিযোগ। সেই সমস্ত জটিলতা কাটিয়ে যাতে দ্রুত তাঁদের স্কুলে ফেরার ব্যবস্থা করা হয়, তার আবেদন জানান তাঁরা।

Sacked Teacher:  মুখ্যমন্ত্রীর কাছে পাঁচ চাকরিহারা, জানালেন নিজেদের বক্তব্য
কালীঘাটে চাকরিহারারাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 25, 2025 | 2:50 PM

কলকাতা: চাকরিহারা যোগ্য শিক্ষিকাদের একাংশ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিজেদের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিলেন। রবিবার সকালে চাকরিহারা শিক্ষকদের ৫০ জন কালীঘাট থানায় যান। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানান। থানা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার জন্য পাঁচ জনের প্রতিনিধি দলকে অনুমতি দেওয়া হয়। নিজেদের সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান। সূত্রের খবর, স্মারকলিপি গ্রহণ করেছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির অফিস।

চাকরিহারা শিক্ষকদের একাংশের বক্তব্য, অবিলম্বে প্রত্যেককেই স্কুলে ফেরার সুযোগ করুক প্রশাসন। অনেকেই বিভিন্ন কারণে স্কুলে যেতে পারছেন না বলে অভিযোগ। সেই সমস্ত জটিলতা কাটিয়ে যাতে দ্রুত তাঁদের স্কুলে ফেরার ব্যবস্থা করা হয়, তার আবেদন জানান তাঁরা।

এদিকে, করণাময়ীর সেন্ট্রাল পার্কের সামনে এখনও অবস্থান বিক্ষোভে সামিল রয়েছেন চাকরিহারা শিক্ষকশিক্ষিকারা। তাঁদের বিরুদ্ধে যাতে পুলিশ কোনও কড়া পদক্ষেপ না করে সে বিষয়েই আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর তাঁদের প্রতি নমনীয় মনোভাবই রাখতে হবে পুলিশকে। এমনকি কার্যকর হবে না মধ্যশিক্ষা পর্ষদের জারি করা শোকজ নোটিসও।