Sacked Teacher: দেখা করার জন্য সরকারকে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন চাকরিহারারা

Sacked Teacher: এমনকি কার্যকর হবে না মধ্যশিক্ষা পর্ষদের জারি করা শোকজ নোটিসও। এদিকে, আদালতের নির্দেশের পরেই সেন্ট্রাল পার্কের সুইমিং পুল সংলগ্ন এলাকায় চলছে জোর কদমে প্রস্তুতি। সেখানে চলছে মঞ্চ বাঁধার কাজ।

Sacked Teacher: দেখা করার জন্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন চাকরিহারারা
চাকরিহারাদের প্রতিনিধি চিন্ময় মণ্ডলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 25, 2025 | 5:50 PM

কলকাতা: করুণাময়ীর সেন্ট্রাল পার্কের সামনে এখনও অবস্থান বিক্ষোভে সামিল রয়েছেন চাকরিহারা শিক্ষকশিক্ষিকারা। তাঁদের বিরুদ্ধে যাতে পুলিশ কোনও কড়া পদক্ষেপ না করে সে বিষয়েই আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর তাঁদের প্রতি নমনীয় মনোভাবই রাখতে হবে পুলিশকে। এমনকি কার্যকর হবে না মধ্যশিক্ষা পর্ষদের জারি করা শোকজ নোটিসও। এদিকে, আদালতের নির্দেশের পরেই সেন্ট্রাল পার্কের সুইমিং পুল সংলগ্ন এলাকায় চলছে জোর কদমে প্রস্তুতি। সেখানে চলছে মঞ্চ বাঁধার কাজ।

তবে কী বলছেন চাকরিহারা আন্দোলনকারীরা? চাকরিহারা শিক্ষকের প্রতিনিধি চিন্ময় মণ্ডল বললেন, “প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থাপনা করুক। আমরাও দেখছি পরিস্থিতি ঠিকঠাক কিনা। যদি মনে হয়, ওখানে থেকে আন্দোলনটা পরিচালনা করা সম্ভব, তাহলে অবশ্যই যাব। যদি সেরকম স্বাস্থ্য়কর পরিবেশ না হয়, তাহলে আমরা সেখানে যাব না।” তাঁদের স্পষ্ট বক্তব্য বায়ো টয়লেট, জল-সহ সব ব্যবস্থা করলেই তাঁরা সরবেন।

এদিকে, আলোচনায় বসার জন্য সরকারকে চূড়ান্ত সময়সীমাও দিয়েছেন চাকরিহারারা। চিন্ময় বলেন, “আমাদের সরকারের কাছে দাবি, আলোচনায় বসুক। আমরা চিঠি দিয়ে সেকথা জানিয়েছি। যোগ্যদের পরীক্ষা না নিয়ে কীভাবে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা যায়, সেটাই সরকারকে ভাবতে হবে।”  আগামিকাল অর্থাৎ সোমবার পর্যন্ত দেখা করার জন্য রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা। রবিবারই চাকরিহারাদের তরফে পাঁচ প্রতিনিধি সাত দফা দাবি সম্বলিত একটি চিঠি নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসে জমা করেছেন।