
কলকাতা: কসবাকাণ্ডের প্রতিবাদ। আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে রাজপথে চাকরিহারা শিক্ষকরা। শহর কলকাতার বুকে মহামিছিল। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে রানি রাসমনি পর্যন্ত হবে মিছিল। কসবায় চাকরিহারাদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে এই মিছিলে যোগ দিয়েছেন আরজি কর কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরাও। রয়েছেন আসফাকুল্লা নাইঞা।
মিছিলে পা মিলিয়ে তিনি বলেন, “একজন শিক্ষকের জীবন এক লক্ষ মেয়রের থেকেও বেশি সম্মানের, অন্তত শিক্ষাজগতে। তাই সাংবিধানিক দায়িত্ব নিয়ে যাঁরা বসে রয়েছেন, তাঁদের অনেক দায়িত্ব নিয়ে এ বিষয়ে কথা বলতে হবে। যাঁদের থেকে পড়েছি বলে ডাক্তার হতে পেরেছি, এই যে লাথিটা পড়ল, এটা কোনও শিক্ষক সমাজের ওপর নয়, শিক্ষার ওপর লাথি।”
এক চাকরিহারা বললেন, “আমরা কালকের ঘটনার প্রতিবাদে ওপেন কল ছিলাম, সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন ছিল। যে অবিচার আমাদের ওপর হয়েছে, যৌথ ষড়যন্ত্র হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে, তাতে মিছিলের ডাক। আজকের মিছিল বলে দিচ্ছে, মানুষ পাশে রয়েছে। একে চাকরি গেল, কালকের ঘটনার পর মনের ভিতরের ক্ষত, শরীরের ক্ষত শুকিয়ে যাবে, কিন্তু মনের ক্ষত?”
এদিকে, কসবাকাণ্ডের প্রতিবাদ, যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে রাতভর এসএসসি ভবনের সামনে বসেছিলেন চাকরিহারারা। এবার অনশন আন্দোলনে শামিল হয়েছেন তাঁরা। সল্টলেকে SSC ভবনের কাছে লাগাতার অনশনে বসেছেন চলেছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এদিকে, এসএসসি ভবনের বাইরে একটি নোটিস সেঁটে দিয়েছে পুলিশ। তাতে উল্লেখ করা রয়েছে, ২২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের বাইরে কোনও জমায়েত করা যাবে না।