
কলকাতা: দাগিদের তালিকা প্রকাশের পর আজ আবার চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযান। অযোগ্যদের আলাদা করা গিয়েছে, তবুও এখন কেন পরীক্ষা? পরীক্ষা না দেওয়ার দাবিতে আজ আবারও এসএসসি ভবন অভিযান। আর সেই অভিযান আটকাতে ইতিমধ্যেই তৎপর কলকাতা পুলিশ। বিধাননগর, করুণাময়ী চত্বর থেকে সল্টলেকের বিভিন্ন জায়গায় পুলিশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রিজন ভ্যানও তৈরি রয়েছে।
পুলিশ ভীষণভাবে সক্রিয়, যাতে কোনওভাবেই এই মিছিল সংগঠিত হতে না পারে। সন্দেহভাজন যে কোনও কাউকেই আটক করা হচ্ছে। এর মধ্যেুমই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে করুণাময়ীতে জমায়েত রয়েছে। এদিকে করুণাময়ী মেট্রো স্টেশনে একটি ছবি ধরা পড়েছে, যেখানে সুমন বিশ্বাসকে আবারও আটকের চেষ্টা করা হয়।
দেখা যাচ্ছে, সুমন করুণাময়ী মেট্রো স্টেশনে নামতেই এক ব্যক্তি তাঁকে জাপটে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁর সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয়। সুমনের সঙ্গী সঞ্জয় বিশ্বাস নামে এক ব্যক্তি ফেসবুকে সেই ঘটনার মুহূর্তে লাইভ করেন। তাঁকে বলতে শোনা যায়, “চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে কোনও প্ররোচনা ছাড়াই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ কেন ধরছে? সুমন তো কোনও কিছুতে প্ররোচনা দেয়নি। বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে রয়েছে। সুমনের নামে কোনও এফআইআর নেই, কেস নেই, তবুও ধরা হচ্ছে।”
সুমন অন্য মেট্রো ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তারপর ছাড়িয়ে কোনওমতে লুকিয়ে পড়েন সুমন। মনে করা হচ্ছে, মেট্রো স্টেশনেই কোথাও লুকিয়ে সুমন।