Sacked Teacher: ‘২২ লক্ষ OMR প্রকাশ করতেই হবে, ছেড়ে কথা বলব না’, হুঁশিয়ারি চাকরিহারাদের

Sacked Teacher: বেলা ১২ টা থেকে করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল। জেলা থেকে এমন অনেকেই এসেছেন, যাঁরা সঙ্গে করে জামা-কাপড় বলা ভালো লোট-কম্বল বেঁধেই নিয়ে এসেছেন। তাঁদের বক্তব্য, প্রয়োজনে তাঁরা রাতের পর রাতও রাস্তায় কাটাতে পারেন।

Sacked Teacher: ২২ লক্ষ OMR প্রকাশ করতেই হবে, ছেড়ে কথা বলব না, হুঁশিয়ারি চাকরিহারাদের
চাকরিহারাদের হুঁশিয়ারি Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 21, 2025 | 11:49 AM

কলকাতা: বিকালের পর ওয়েবসাইটে যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করবে এসএসসি। আর এদিকে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে প্রস্তুত চাকরিহারারাও। সোমবার তাঁদের এসএসসি ভবন অভিযান। বেলা ১২ টা থেকে করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল। জেলা থেকে এমন অনেকেই এসেছেন, যাঁরা সঙ্গে করে জামা-কাপড় বলা ভালো লোট-কম্বল বেঁধেই নিয়ে এসেছেন। তাঁদের বক্তব্য, প্রয়োজনে তাঁরা রাতের পর রাতও রাস্তায় কাটাতে পারেন।

তালিকা প্রকাশের ক্ষেত্রে যোগ্য চাকরিহারাদের বেশ কয়েকটি দাবি রয়েছে।

প্রথমত, যোগ্য আর অযোগ্যদের যে তালিকা, সেটা আলাদা করে সার্টিফায়েড করে দিতে হবে।

দ্বিতীয়ত, বয়ানে লিখতে হবে, এই যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হল, তার মধ্যে আর কোনও অযোগ্য প্রার্থী নেই।

তৃতীয়ত, অযোগ্যদের রেকমেনডেশন বাতিল করে স্কুল থেকে টারমিনেশনের ব্যবস্থা করতে হবে।

চতুর্থত, পাবলিক ডোমেনে ওএমআর প্রকাশ করতে হবে।

পঞ্চম, আর কোনও নতুন  পরীক্ষায় বসতে চাইছেন না তাঁরা।

ষষ্ঠ, সরকারপক্ষ কিংবা এসএসসি কীভাবে কী রিভিউয়ের মাধ্য়মে যোগ্য চাকরিহারাদের জিতিয়ে আনবে, সেটা নিশ্চিত করতে হবে।

চাকরিহারাদের বক্তব্য, “সরকার-কমিশনকে এই দাবিগুলো মানতেই হবে। তা না হলে ছেড়ে কথা বলব না।” তাঁরা যে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে, তা টের পাওয়া যাচ্ছে দুপুরের করুণাময়ী মোড়ে। শয়ে শয়ে চাকরিহারা উপস্থিত হয়েছেন সেখানে।

সোমবার বিকালের পর ওয়েবসাইটে তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। তবে সেক্ষেত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওএমআর প্রকাশের সম্ভাবনা খুূবই ক্ষীণ।