
কলকাতা: বৃহস্পতিবার রাতভর পুলিশ-বাহিনীর দাপট। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে হাতাহাতি। চলেছে লাঠিচার্জ। কারও ভেঙেছে পা, কারওর আবার মাথার পিছনে দেখা গিয়েছে চাপ রক্ত। আর এই সব মিলিয়ে নতুন করে চড়ছে বাংলার রাজনৈতিক পারদ। শুক্রবার সকালেও বহালতবিয়তে চলেছে আন্দোলন-বিক্ষোভ। ব্যারিকেড ভেঙেছে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা।
এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও গরম হয়েছে আবহ। সূর্যের তাপের মতোই তপ্ত হয়েছেন বিক্ষোভকারীরা। তারপর দিয়েছেন ডাক। তাদের সঙ্গে যে ‘নির্মম অত্যাচার’ চলছে সেই কথা বলে, রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে বিরোধী দলনেতাকে পাশে দাঁড়ানোর ডাক দিয়েছে বিক্ষোভরত চাকরিহারারা।
আন্দোলনস্থল থেকেই সাংবাদিকদের চাকরিহারা বিক্ষোভকারী সুমন বিশ্বাস জানিয়েছেন, ‘যৌথ সিদ্ধান্তে আমরা সর্বস্তরের মানুষ, সব দলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আর্জি, আপনারা পাশে এসে দাঁড়ান। আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুন। আমরা কাউকে গো-ব্যাক দেব না। সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল যারাই আসবেন, তারা নিজেদের আদর্শ, দলীয় পতাকা ছাড়া আসুন।’
এরপরেই তাঁর সংযোজন, ‘আমরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই অবস্থায় সাদর চিত্তে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সিদ্ধান্ত আমাদের ঐক্যমতের ভিত্তিতেই নেওয়া। চাকরি ফেরানো থেকে শুরু করে যোগ্য-অযোগ্য বাছাই প্রতি পর্বে আমাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’