Kasba Protest: বৃহস্পতিতে কলকাতায় চাকরিহারাদের মহামিছিল, শুক্রে অভিযান আচার্য সদনে
Kasba Protest: বুধবার রাজ্যের ডিআই অফিসগুলিতে অভিযান চালান চাকরিহারা শিক্ষকরা। আর এবার শহরের বুকে মহামিছিলের ডাক দিলেন তাঁরা।

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, তিনি যোগ্যদের পাশে থাকবেন। সেইসঙ্গে ভলান্টিয়ারি সার্ভিস বা স্বেচ্ছাশ্রম করার কথাও বলেছেন তিনি। আর এরপরই শুরু হয়েছে দফায় দফায় বিক্ষোভ-আন্দোলন। সাম্প্রতিককালে নিয়োগ সংক্রান্ত দাবি নিয়ে আন্দোলন কম দেখেনি কলকাতা শহর। এবার ফের রাজপথে সেই আন্দোলনের ছবি।
বুধবার রাজ্যের ডিআই অফিসগুলিতে অভিযান চালান চাকরিহারা শিক্ষকরা। আর এবার শহরের বুকে মহামিছিলের ডাক দিলেন তাঁরা। এদিন বিকেলে গান্ধী মূর্তির পাদদেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা জানান, আগামিকাল, বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হবে মিছিল। শুধুমাত্র শিক্ষক নয়, চিকিৎসক থেকে বুদ্ধিজীবী- সবাইকেই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
দুপুর ১২টায় শিয়ালদহ স্টেশনে জমায়েত করার ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল যাবে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত। এরপর কলকাতাতেই থাকবেন সবাই। পরশুদিন অর্থাৎ শুক্রবার সব যোগ্য শিক্ষকরা স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাবেন। তবে আলাদাভাবে পুলিশের অনুমতি নিতে চান না তাঁরা।
‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর তরফ থেকে জানানো হয়েছে, পুলিশকে জানানো হচ্ছে শুধুমাত্র। তাঁরা বলেন, “আর অনুমতি নিচ্ছি না। কারণ পুলিশ আমাদের কোনও কিছুতেই আর অনুমতি দিচ্ছে না। মেইল করে জানিয়ে দেওয়া হবে।” মিছিলে কোনও রাজনৈতিক নেতার উপস্থিতি চাইছেন না তাঁরা।
