AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Protest at Gariahat: ‘দেখুক সবাই’, রাস্তায় নামিয়েছে পরপর রাস্তায় শুয়ে প্রতিবাদ চাকরিহারাদের, অবরুদ্ধ দক্ষিণ কলকাতা

Protest at Gariahat: চাকরিহারাদের দাবি, যোগ্য ও অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে। সেই সঙ্গে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে বলেও দাবি জানাচ্ছেন তাঁরা।

Protest at Gariahat: 'দেখুক সবাই', রাস্তায় নামিয়েছে পরপর রাস্তায় শুয়ে প্রতিবাদ চাকরিহারাদের, অবরুদ্ধ দক্ষিণ কলকাতা
পথে শুয়ে প্রতিবাদImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2025 | 6:23 PM
Share

কলকাতা: বুধবার দুপুরেই চাকরিহারাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কসবার ডিআই অফিস। পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ ওঠে। আর বিকেল গড়াতেই বিক্ষোভের অন্য ছবি দেখা গেল কলকাতার গড়িয়াহাট চত্বরে। পরপর রাস্তায় শুয়ে পড়লেন চাকরিহারারা। তাঁদের দাবি, যোগ্য ও অযোগ্যদের তালিকা পৃথকভাবে প্রকাশ করা হোক। একইসঙ্গে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করারও দাবি জানাচ্ছেন তাঁরা।

এদিন রাজ্য়ের একাধিক জায়গায় বিক্ষোভ অভিযান চালিয়েছেন চাকরিহারারা। ডিআই অফিসগুলিতে অভিযান চালায় তারা। একাধিক জেলায় দেখা গিয়েছে সেই ছবি। তবে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কলকাতার কসবায়। ডিআই অফিসে পুলিশ আটকায় বিক্ষোভকারীদের। এরপর বিকেল ৫টার পর গড়িয়াহাটে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান চাকরিহারারা। ফলে, গড়িয়াহাট মোড়ে চারদিকের রাস্তা থেকে আসা সব গাড়ি আটকে দেওয়া হয়। অবরুদ্ধ হয়ে পড়ে গোটা দক্ষিণ কলকাতা।

এক বিক্ষোভকারী বলেন, কীভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে আমাদের, “গোটা সমাজ দেখুক। স্কুলের ক্লাসরুম থেকে কীভাবে আমাদের রাস্তায় নামিয়েছে। আমরা এখনও আশায় আছি, যদি উনি মিরর ইমেজ প্রকাশ করেন। আর যোগ্যদের লিস্ট জমা দেন, তাহলে আমরা বাঁচতে পারি।”