Sacked Teachers: নবান্ন অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের

Sacked Teachers: মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্য চিহ্নিত নন, এমন চাকরিহারারা কাজে ফিরতে পারবেন। কিন্তু, এখন স্কুলে যেতে পারবেন না গ্রুপ সি ও গ্রুপ ডি ভুক্ত শিক্ষাকর্মীরা।

Sacked Teachers: নবান্ন অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের
রাস্তায় চাকরিহারারা (ফাইল ফোটো)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 19, 2025 | 6:19 PM

কলকাতা: ২ দিন পর (২১ এপ্রিল) তাঁদের ডাকে নবান্ন অভিযান রয়েছে। সেই নবান্ন অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের। শনিবার তাঁরা জানালেন, আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখছেন। নবান্ন অভিযান কবে হবে, সেই তারিখ তাঁরা পরে জানাবেন।

এদিন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের তরফে দেবাশিস বিশ্বাস বলেন, “আন্দোলনের ডাক দেওয়ার পর থেকে বারবার পুলিশ-প্রশাসনের তরফে আমাদের আলোচনার জন্য ডাকা হয়। বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গে আলোচনা হয়েছে। গতকাল ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার-সহ একাধিক আধিকারিকের উপস্থিতিতে দফায় দফায় আলোচনা হয়। সেখানে উঠে আসে, আমরা মুখ্যসচিবের সঙ্গে আপাতত আলোচনায় বসব। আমাদের বলা হয়েছে, সঠিক পদক্ষেপ করা হবে। আজ আমরা মেইল করেছি। জানিয়েছি, আমরা মুখ্যসচিবের সঙ্গে বসতে চাই। মুখ্যমন্ত্রীর সঙ্গেও বসতে চাই।” তারপরই তিনি বলেন, যতক্ষণ না সঠিক সমাধান হচ্ছে, ততক্ষণ নবান্ন অভিযানের সিদ্ধান্ত থেকে সরে আসছেন না তাঁরা। শুধু ২১ এপ্রিল নবান্ন অভিযান স্থগিত রাখা হচ্ছে। সমাধান সূত্র না বের হলে আরও বৃহৎ প্রস্তুতি নিয়ে নবান্ন অভিযান হবে বলে তিনি জানান।

সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেয়। ঐক্যমঞ্চের অভিযোগ, রাজ্য সরকারের দুর্নীতির কারণে সবাইকে পথে বসতে হয়েছে।

২১ এপ্রিল নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানায় ঐক্যমঞ্চ। তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করে নবান্ন অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। তিলোত্তমার বাবা-মা জানিয়েছিলেন, তাঁরা নবান্ন অভিযানে সামিল হবেন। এমনকি, সৌরভ গঙ্গোপাধ্যায়কেও নবান্ন অভিযানে সামিল হওয়ার আবেদন জানাতে গিয়েছিলেন ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। কিন্তু, সৌরভের সঙ্গে তাঁদের দেখা হয়নি। পরে সৌরভকে চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানে সামিল হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “আমাকে রাজনীতিতে জড়াবেন না।”

এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্য চিহ্নিত নন, এমন চাকরিহারারা কাজে ফিরতে পারবেন। কিন্তু, এখন স্কুলে যেতে পারবেন না গ্রুপ সি ও গ্রুপ ডি ভুক্ত শিক্ষাকর্মীরা। সুপ্রিম নির্দেশে রাজ্য়কে এও বলা হয় যে আগামী ৩১ মে-এর নিয়োগপ্রক্রিয়ার হলফনামা প্রকাশ করতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যেই সেই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। ফলে আগামী ৯ মাস স্কুলে যাবেন অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষক-শিক্ষিকারা।

এই পরিস্থিতিতে ঐক্যমঞ্চ এদিন জানিয়ে দিল, আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখছেন তাঁরা। যদি তাঁদের দাবি নিয়ে সমাধান সূত্র না বেরোয়, তখন আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রাখলেন চাকরিহারা শিক্ষকরা।