SSC Sacked Teachers: নবান্নের যাচ্ছেন ২০ জন আন্দোলনকারী, দেখা করবেন মুখ্যসচিব

SSC Sacked Teachers: আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, কোনও ডেপুটেশন দিতে যাচ্ছেন না তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও প্রাথমিকভাবে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে আপত্তি জানালেন না আন্দোলনকারীরা।

SSC Sacked Teachers: নবান্নের যাচ্ছেন ২০ জন আন্দোলনকারী, দেখা করবেন মুখ্যসচিব
নবান্নের পথে চাকরিহারারাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 14, 2025 | 3:59 PM

কলকাতা: চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যসচিব। সোমবার নবান্ন অভিযান ঘিরে যখন উত্তাল গোটা শহর, তারই মধ্য়ে নবান্ন থেকে এই বার্তা দেওয়া হয় আন্দোলনকারীদের। ২০ জন প্রতিনিধিকে নবান্নে পাঠানো হবে বলে জানিয়েছেন তাঁরা। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে থেকে ওই প্রতিনিধিদল যাবে নবান্নে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে এদিন সরব হন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, যোগ্যদের তালিকা দেওয়া হোক সুপ্রিম কোর্টে, বাকিদের পরীক্ষা নেওয়া হোক। এই দাবি নিয়েই এদিন  ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-র তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়।

হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটকের কাছে মিছিল ঢুকতেই ঢাল হয়ে দাঁড়ায় পুলিশ। রুখে দেওয়া হয় আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের। এরপরই তাঁদের সঙ্গে কথা বলার বার্তা আসে নবান্ন থেকে।

এক চাকরিহারা আন্দোলনারী বলেন, “আমরা প্রাথমিকভাবে মুখ্যসচিবের সঙ্গে দেখা করছি। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবই। আমরা বলব, যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, তাহলেই সবার চাকরি বাঁচবে। বাকিরা পরীক্ষা দিক।” এদিন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিও শুরু হয়ে যায় এদিন।