
কলকাতা: মানবিকভাবে পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। আর এবার চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। শুক্রবারই হবে সেই বৈঠক। একদিকে, স্কুল সার্ভিস কমিশনের অফিসে অভিযান চালানোর কর্মসূচি রয়েছে চাকরিহারাদের। অন্যদিকে হবে বৈঠকও। উপস্থিত থাকবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের ৮ জন প্রতিনিধি।
শুক্রবার বেলা ৩ টের সময় বিকাশ ভবনে হবে বৈঠক। বৈঠকে শিক্ষমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষা দফতরের দুজন আধিকারিক। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও।
বুধবার রাত থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারারা। বৃহস্পতিবার থেকে সেখানে শুরু হয়েছে অনশন আন্দোলন। রাজ্য় জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। যোগ দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলও। এরই মধ্যে শিক্ষামন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রাত্য বসু, কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে আছেন আন্দোলনকারীরা।
এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত অথবা নতুন করে নিয়োগ প্রক্রিয়া না হওয়া পর্যন্ত ওই শিক্ষক-শিক্ষাকর্মীদের বহাল রাখতে হবে বলে দাবি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।