TMC-BJP: যুবভারতীতে তাণ্ডবের মধ্যেই উড়ল গেরুয়া পতাকা, কী বলছে তৃণমূল-বিজেপি?

Messi in Kolkata: চুপ করে নেই বিজেপিও। পাল্টা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন পুরোটাই প্ল্যান করে করেছে তৃণমূল কংগ্রেস। কটাক্ষের সুরেই বলছেন, “আগেও তৃণমূল এমন ভিডিয়ো ছেড়েছিল যেখানে গলায় গেরুয়া কাপড় দিয়ে কিছু লোক সুকান্ত মজুমদার গো ব্যাক স্লোগান দিচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি ওরা তৃণমূলের লোক ছিল।”

TMC-BJP: যুবভারতীতে তাণ্ডবের মধ্যেই উড়ল গেরুয়া পতাকা, কী বলছে তৃণমূল-বিজেপি?
যুবভারতীতে দেখা গেল গেরুয়া পতাকা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 13, 2025 | 8:34 PM

কলকাতা: শনিবার যুবভারতী ছিল একেবারে কানায় কানায় পূর্ণ। কিন্তু জনতা শেষ পর্যন্ত বাড়ি ফিরল শূন্য চোখে, শূন্য বুকে। সঙ্গে আবার কেউ কেউ খেলেন পুলিশের লাঠির ঘা। চরম বিশৃঙ্খলার মাঝে এই যুবভারতীতে শেষ পর্যন্ত দেখা গেল গেরুয়া পতাকা। যা নিয়ে রাজনীতির আঙিনাতেও শুরু হয়ে গেল দড়ি টানাটানি। আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। কুণাল বলছেন, পরিকল্পিতভাবেও কিছু ঘটনা ঘটিয়েছে যুবভারতীতে। তীব্র ক্ষোভের সুরে বললেন, “ক্ষোভের বহিঃপ্রকাশ একরকম কিন্তু যাঁরা পরিকল্পিতভাবে এখানে অন্য সব স্লোগান নিয়ে নানা ধরনের কাজ করল, যুবভারতীতে ভাঙচুর করল তাঁরা ক্রীড়াপ্রেমী হতে পারে না।” তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধেও। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘বাংলা-বিরোধী বিজেপি বাংলাকে বদনাম করতে যেকোনও সীমা ছাড়াতে পারে।’

সুর চড়ালেন গেরুয়া পতাকা নিয়েও। সেই প্রসঙ্গ টেনে বিজেপির তুলোধনা করে কুণাল লিখলেন, ‘আজ আমরা দেখেছি বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা মাঠে ঢুকে উসকানি দিতে ও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা গেরুয়া পতাকা বহন করছিল এবং স্লোগান দিচ্ছিল। দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে এরা বিশৃঙ্খলা করছিল। শকুনের রাজনীতি করেছে।’  

তবে চুপ করে নেই বিজেপিও। পাল্টা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন পুরোটাই প্ল্যান করে করেছে তৃণমূল কংগ্রেস। কটাক্ষের সুরেই বলছেন, “আগেও তৃণমূল এমন ভিডিয়ো ছেড়েছিল যেখানে গলায় গেরুয়া কাপড় দিয়ে কিছু লোক সুকান্ত মজুমদার গো ব্যাক স্লোগান দিচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি ওরা তৃণমূলের লোক ছিল। আসলে পুরোটাই ফাঁস হয়ে গিয়েছে। এটাও তৃণমূল করেছে পুরো প্ল্য়ান করেই। যদি জয় শ্রীরাম স্লোগান দেওয়ারই ছিল তাহলে তো ঘটনা ঘটার আগেই দিতে পারতো। ঘটনা ঘটার পর কেন ওই স্লোগান দেবে? পুরোটাই আসলে প্ল্যান করে করা হয়েছে।”