Panchayat Election 2023 Results: সাগরদিঘির ‘ফাঁড়া’ কাটাতে পারল তৃণমূল? বাইরনের দলবদলের প্রভাব পড়ল পঞ্চায়েতে?
Panchayat Election 2023 Results: সাগরদিঘিতে রয়েছে ১১টি গ্রাম পঞ্চায়েত। আসন সংখ্যা ২৭১। এখানে কোনও আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেনি তৃণমূল।
সাগরদিঘি: বাইরন বিশ্বাস। বিধানসভার উপনির্বাচনে এই একটা নামই বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাছে। বামেদের সমর্থনে কংগ্রেসের টিকিটে সাগরদিঘি থেকে লড়েছিলেন বাইরন। বড় ভোটে জিতেও গিয়েছেন। সাগরদিঘি সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ চলে গিয়েছে বাইরনের দখলে। তারপর গোটা রাজ্যে নতুন করে অক্সিজেন পেয়েছিল বাম-কংগ্রেস। জোটের সলতে পাকানোর কাজও শুরু হয়ে গিয়েছিল। যদিও জয়ের মাত্র কিছুদিনের মধ্যেই বাইরন হাতে তুলে নেন ঘাসফুলের পতাকা। কংগ্রেস, বাম কর্মীদের যাবতীয় অবদান অস্বীকার করে স্পষ্ট বলেছিলেন, নিজের ক্যারিশমাতেই জিতেছিলেন তিনি। এবার এই সাগরদিঘির পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফল কী হয়, সেদিকে নজর ছিল সকলেরই।
সাগরদিঘিতে রয়েছে ১১টি গ্রাম পঞ্চায়েত। আসন সংখ্যা ২৭১। এখানে কোনও আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেনি তৃণমূল। প্রথম রাউন্ডের গণনা শেষে দেখা যাচ্ছে তৃণমূল জিতে গিয়েছে ৫১ আসনে। অন্যদিকে কংগ্রেস জিতেছে ১৪ আসনে। বিজেপি ৮, সিপিআইএম ৯, নির্দল ৭।
প্রসঙ্গত, ভোট ঘোষণা হওয়ার পর রাজনৈতিক হানাহানিতে প্রথম লাশ পড়েছিল এই মুর্শিদাবাদেই। খড়গ্রামে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। তারপর মনোনয়ন পর্ব থেকে ভোট, দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের নানা প্রান্তে। গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হয়েছে এই জেলাতেই। অসমর্থিত সূত্রে খবর, ভোট হিংসায় এখনও পর্যন্ত এই জেলায় মৃত্যু হয়েছে ১০ জনের।