কলকাতা: রাজ্যের মন্ত্রী-বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঢালাও বেতন বাড়ল রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের। প্রত্যেক ক্ষেত্রে ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হল। বাংলার বিধায়কদের বেতন আগে ছিল ১০ হাজার টাকা। সেখান থেকে বেড়ে নতুন বেতন হল ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হল ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনকক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেতন বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। জানালেন, গোটা দেশের মধ্যে বাংলার বিধানসভায় বিধায়কদের মাইনে সবথেকে কম। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এই বেতনের পাশাপাশি মন্ত্রী ও বিধায়কদের বিভিন্ন ধরনের ভাতাও থাকে। সেই বেতন ও ভাতা একত্রিত করলে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন বিধায়ক এতদিন মাসে ৮২ হাজার টাকা করে পেতেন। বর্ধিত বেতন পরিকাঠামোয়, রাজ্যের প্রত্যেক বিধায়ক বেতন ও ভাতা মিলিয়ে প্রতি মাসে মোট পাবেন ১ লাখ ২২ হাজার টাকা।
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বুঝিয়ে দেন, তিনি বাংলার বিধায়ক ও মন্ত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভায় মমতা বললেন, ‘আমি প্রাক্তন সাংসদ হিসেবে বা মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নিই না। বইয়ের রয়াল্টি পাই, তাতেই চলে।’ এই কথা অবশ্য এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চ থেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে বেতন নেওয়ার জন্য অনুরোধ করেন।