Salt Lake SPA: একটা ছবিতেই মন জয়! কেউ এমটেক, কেউ বিটেক ইঞ্জিনিয়ার, সল্টলেকের স্পা সেন্টারে গিয়েই ফাঁসলেন নোংরা কেসে

Salt Lake SPA: মূলত বিভিন্ন সোশ্যাল সাইটে বিজ্ঞাপনে ফোন নম্বর-সহ মহিলাদের অশালীন ছবি দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হত। সেই মতো গ্রাহকরা সাড়া দিলেই অর্থের বিনিময়ে সার্ভিস দেওয়ার প্রলোভন দেখানো হত বলে অভিযোগ।

Salt Lake SPA: একটা ছবিতেই মন জয়! কেউ এমটেক, কেউ বিটেক ইঞ্জিনিয়ার, সল্টলেকের স্পা সেন্টারে গিয়েই ফাঁসলেন নোংরা কেসে
স্পা-এর আড়ালে মধুচক্র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 03, 2023 | 9:43 AM

কলকাতা:  রুমের ভিতরে সুগন্ধী জ্বলছে। আলো আধাঁরি আবহে হাল্কা গান। বাইরে তখন বসে দৃশ্যত সুপুরুষ কয়েকজন ব্যক্তি। তাঁরা প্রত্যেকেই গ্রাহক। স্পা করাতে এসেছেন। আচমকাই  স্পা সেন্টারের বাইরে এসে দাঁড়াল দুটো গাড়ি। রিসেপশনে বসে থাকা মহিলা ও ম্যানেজারের চোখেমুখের চেহারা মুহূর্তে বদলে গেল। গোয়েন্দা, পুলিশ কর্তারা প্রশ্ন করতেই ইতঃস্ততভাব। ফাঁস হল আসল রহস্য। স্পা আড়ালে মধুচক্র। সল্টলেকের BA ব্লক থেকে উদ্ধার ১০ যুবতী। ২ মহিলা-সহ গ্রেফতার ৭ জন। বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ ধৃতদের বিধান নগর মহকুমা আদালতে পেশ করে। ইমমরাল ট্রাফিকিং অ্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিধাননগর গোয়েন্দা শাখার সূত্র মারফত খবর, বুধবার বিএ ৪৬ একটি স্পা হানা দিয়ে ১০ জন যুবতীকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি পাঁচ জন গ্রাহক ও দুই মহিলাকেও গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন ম্যানেজার, রিসেপশনিস্ট। মূলত বিভিন্ন সোশ্যাল সাইটে বিজ্ঞাপনে ফোন নম্বর-সহ মহিলাদের অশালীন ছবি দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হত। সেই মতো গ্রাহকরা সাড়া দিলেই অর্থের বিনিময়ে সার্ভিস দেওয়ার প্রলোভন দেখানো হত বলে অভিযোগ।

সূত্র মারফত খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ হাতেনাতে গ্রেফতার করে পাঁচ গ্রাহককে। তাঁরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত ,কেউ এমটেক, বিটেক। তাঁদের বিধান নগর মহকুমা আদালতে পেশ করা হবে। মূল অভিযুক্ত মালিকের খোঁজে তল্লাশি চলছে। এখনও অধরা। স্পা থেকে উদ্ধার হয়েছে নগদ ষাট হাজার টাকা, মোবাইল ফোন,রেজিস্টার বুক-সহ একাধিক জিনিস। সল্টলেকের বিভিন্ন জায়গায় এইভাবে স্পা-এর আড়ালে মধুচক্রের ব্যবসা চলছে বলে পুলিশের কাছে খবর রয়েছে। সেগুলিতেও আগামী দিনে অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।