Share Market: শেয়ার মার্কেটে ১৮ লক্ষ খুইয়ে পুলিশের দ্বারস্থ সল্টলেকের যুবক! পুলিশের চিন্তা বাড়ছে টেলিগ্রাম গ্রুপ

Share Market: অনিমেষের তা-র অভিযোগ, গত বছর জুলাই মাসেই মূল ঘটনার সূত্রপাত। সেই সময় তাঁর কাছে একটি ফোন আসে। সেখানেই শেয়ার মার্কেট থেকে বেশি টাকা উপার্জনের লোভ দেখানো হয়। ট্রেডিংয়ের জন্য একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয় তাঁকে। সেখানেই যত গোলযোগ।

Share Market: শেয়ার মার্কেটে ১৮ লক্ষ খুইয়ে পুলিশের দ্বারস্থ সল্টলেকের যুবক! পুলিশের চিন্তা বাড়ছে টেলিগ্রাম গ্রুপ
সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেফতার ১ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 24, 2025 | 3:56 PM

কলকাতা: শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে লাখ লাখ টাকার প্রতারণা। গোটা অপারেশন চলল টেলিগ্রাম গ্রুপের হাত ধরে। শেষ পর্যন্ত পুলিশি তদন্তেই সব পর্দাফাঁস। লেকটাউন থেকে গ্রেফতার যুবক। গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন সল্টলেকের বাসিন্দা অনিমেষ তা। তার অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। ধৃত মৈনাক বাগচি ছাড়াও এই চক্রে আরও কেউ যুক্ত আছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ। 

অনিমেষের তা-র অভিযোগ, গত বছর জুলাই মাসেই মূল ঘটনার সূত্রপাত। সেই সময় তাঁর কাছে একটি ফোন আসে। সেখানেই শেয়ার মার্কেট থেকে বেশি টাকা উপার্জনের লোভ দেখানো হয়। ট্রেডিংয়ের জন্য একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয় তাঁকে। ধাপে ধাপে তার কাছ থেকে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। তারপরেও টাকা তুলতে গেলে দেখা যায় তাঁর কাছে পাল্টা টাকা চাওয়া হচ্ছে। উল্টে বলা হয় আরও বিনিয়োগ করলে তবেই মিলবে টাকা। তখনই তিনি বুঝে যান তিনি প্রতারণার শিকার হয়েছেন। 

এরইমধ্য়ে তিনি যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। অভিযোগ দায়ের হয় বিধাননগর সাইবার ক্রাইম থানায়। তদন্ত শুরু করে পুলিশ। খোঁজ মেলে টেলিগ্রাম গ্রুপের। পরবর্তী গ্রেফতার করা হয় মৈনাক বাগচি নামে ওই এক যুবককে। তবে সে ছাড়াও গোটা প্রতারণার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।