শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সাহিত্যিক সমরেশ মজুমদার

ICU-তে চিকিৎসাধীন রয়েছেন সমরেশ। শ্বাসনালীতে সংক্রমণ মিলেছে। করোনা আক্রান্ত কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে।

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সাহিত্যিক সমরেশ মজুমদার
সমরেশ মজুমদার

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 11, 2021 | 8:55 PM

কলকাতা: হাসপাতালে ভর্তি সাহিত্যিক সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শুক্রবার তাঁকে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে। সাহিত্যিকের করোনা (Covid) পরীক্ষা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন সাহিত্যিক সমরেশ মজুমদার। গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার বিকেলে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। ICU-তে চিকিত্‍সাধীন রয়েছেন সমরেশ। শ্বাসনালীতে সংক্রমণ মিলেছে। করোনা আক্রান্ত কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে।

অন্যদিকে, সাহিত্যিক সমরেশ মজুমদারের গুরুতর অসুস্থতার খবরে মন ভার পাঠকদের। অসংখ্য অনুরাগী তাঁর আরোগ্য প্রার্থনা করেছেন।

আরও পড়ুন: অবিশ্বাস্য হলেও সত্যি, পুরনো ২ টাকার কয়েনের বিনিময়ে ৫ লাখ টাকা