কলকাতা: আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরজি সন্দীপ ঘোষ। তবে তিনি একা নন, তাঁর পাশাপাশি আরও তিনজন গ্রেফতার হয়েছেন বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এরা সকলেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত।
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সন্দীপ ঘোষ ছাড়াও গ্রেফতার হয়েছেন আফসার আলি, সুমন হাজরা ও বিপ্লব সিংহ। এর মধ্যে আফসার হলেন সন্দীপের নিরাপত্তারক্ষী। অপরদিকে, সুমন ও বিপ্লব সিংহ ভেন্ডার হিসাবে পরিচিত।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যে নাগাদ সিবিআই-এর হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। ১৬ দিন জিজ্ঞাসাবাদের পর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই-এর দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন এই অধ্যক্ষ। আর তাঁর গ্রেফতারির খবর পৌঁছতেই লালবাজারে উচ্ছ্বাসে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকরা। তবে তাঁদের এও দাবি, তিলোত্তমার সঙ্গে যে বা যাঁরা এই নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে তাঁদের যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হবে, ততক্ষণ আন্দোলন চলবে।