Sandip Ghosh: আরজি কর মামলায় অব্যাহতি চাইলেন সন্দীপ ঘোষ! বিচারক যা বললেন… চার্জ গঠনের আগের দিনই বড় মোড়?

Sandip Ghosh: মঙ্গলবার আলিপুর বিশেষ আদালতের বিচারক স্পষ্ট করে দেন, বুধবার এই মামলার চার্জ গঠন হবে। তাই যাঁরা অব্যাহতি চান, তাঁরা আবেদন করতে পারবেন। বিচারকের এই মন্তব্যের পর সন্দীপ ঘোষ-সহ পাঁচ জন অ্যাবহতি চান। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় অব্যাহতি পাননি সন্দীপ ঘোষ। 

Sandip Ghosh: আরজি কর মামলায় অব্যাহতি চাইলেন সন্দীপ ঘোষ! বিচারক যা বললেন... চার্জ গঠনের আগের দিনই বড় মোড়?
আরজি কর মামলাImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 3:43 PM

কলকাতা: অব্যাহতি চাইলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি। নির্দেশ দিয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালতের। এবার আরজি করের দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন সন্দীপ ঘোষ। আগেই তিলোত্তমা ধর্ষণ খুনের মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। এবার এই মামলাতেও। মঙ্গলবার আলিপুর বিশেষ আদালতের বিচারক স্পষ্ট করে দেন, বুধবার এই মামলার চার্জ গঠন হবে। তাই যাঁরা অব্যাহতি চান, তাঁরা আবেদন করতে পারবেন। বিচারকের এই মন্তব্যের পর সন্দীপ ঘোষ-সহ পাঁচ জন অ্যাবহতি চান। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় অব্যাহতি পাননি সন্দীপ ঘোষ।

প্রসঙ্গত, এর আগে  আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় চার্জগঠন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। তাঁর আর্জি ছিল, হাই কোর্ট সাত দিনের মধ্যে যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনা করা হোক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। তখন বিচারপতি ঘোষ সন্দীপের আইনজীবীর উদ্দেশে বলেছিলেন, ‘‘কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে নোটিস পাঠিয়ে আবেদন করুন। নিম্ন আদালতে গিয়ে নিজেদের বক্তব্য পেশ করুন।’’ এরপরই এই মামলা থেকে অব্যাহতি চেয়ে নিম্ন আদালতে জানালেন সন্দীপ ঘোষ।

উল্লেখ্য, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে প্রথমে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন আরজি করেরই নন মেডিক্যাল প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের পর সেই অভিযোগ আরও মাথাচাড়া দিয়ে ওঠে।  প্রকাশ্যে আসে একের পর এক ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি, এমনকি মর্গে ডেড বডি নিয়েও দুর্নীতি, বর্জ্য পাচারেরও অভিযোগ ওঠে। এই মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। সঙ্গে গ্রেফতার হন সুমন হাজরা, আফসার আলি, বিপ্লব সিংহরাও।