R G Kar: আর পালানোর পথই রইল না, আরও বিপাকে সন্দীপ ঘোষ

R G Kar: প্রত্যেকের বিরুদ্ধেই জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, ধারাতে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই পাঁচ অভিযুক্ত আগেই মামলা থেকে অব্যাহতি থেকে আবেদন করেছিলেন। কিন্তু শুনানির শেষেই বিচারক তাঁদের এই আবেদন খারিজ হয়ে দেন।

R G Kar: আর পালানোর পথই রইল না, আরও বিপাকে সন্দীপ ঘোষ
সন্দীপ ঘোষ (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 14, 2025 | 2:09 PM

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের নির্দেশ। সন্দীপ ঘোষ-সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। স্বাভাবিকভাবেই আরও বিপাকে পড়লেন সন্দীপ ঘোষ। ২২ জুলাই হবে সাক্ষ্যগ্রহণ।

জানা যাচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধেই জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, ধারাতে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই পাঁচ অভিযুক্ত আগেই মামলা থেকে অব্যাহতি থেকে আবেদন করেছিলেন। কিন্তু শুনানির শেষেই বিচারক তাঁদের এই আবেদন খারিজ হয়ে দেন।

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন সন্দীপ। চলতি বছরের শুরুতে তার থেকেই অব্যাহতি চেয়েছিলেন।  মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরা, বিপ্লব সিং ও আশরাফ আলি।

আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল সন্দীপের বিরুদ্ধে। গত বছরের ডিসেম্বরে সেই মামলা থেকে অব্যাহতি পান তিনি। জামিন পান আর এক অভিযুক্ত, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। তবে আরজি করে যে আর্থিক দুর্নীতির হদিশ পায় সিবিআই, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষকে।