Sandip Ghosh: আরজি কর থেকে সরানো হল সন্দীপ ঘোষের স্ত্রী’কে, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য ভবনের

Sandip Ghosh: সদ্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার ক্ষেত্রে সদ্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য দফতর। তারপরই সন্দীপের স্ত্রীকে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল।

Sandip Ghosh: আরজি কর থেকে সরানো হল সন্দীপ ঘোষের স্ত্রীকে, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য ভবনের
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 31, 2025 | 10:05 AM

কলকাতা: আরজি করে চিকিৎসকের মৃত্যুর পর দুটি মামলায় জড়িয়ে পড়েন সন্দীপ ঘোষ। অধ্যক্ষ থাকাকালীন আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। পাশাপাশি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাতেও প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্ত এখনও চলছে। তারই মধ্যে আরজি কর মেডিক্যাল কলেজ থেকে সরানো হল সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষকে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজে কর্মরত চিকিৎসক সঙ্গীতা ঘোষের বদলি হচ্ছে। এবার বেলেঘাটা আইডি হাসপাতালে দায়িত্ব পাচ্ছেন তিনি। আরজি করে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছিলেন সঙ্গীতা। বেলেঘাটা আইডি-তেও একই বিভাগে কাজ করবেন তিনি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জফ্রেম করার অনুমতি দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় স্বাস্থ্য ভবনের এনওসি ছাড়া সন্দীপের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা যাচ্ছিল না। সম্প্রতি সেই দাবি নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু আদালতে শুনানির আগেই অনুমোদন দিয়ে দেয় স্বাস্থ্য ভবন। ফলে ট্রায়াল শুরু করার ক্ষেত্রে আপাতত কোনও বাধা নেই।