
কলকাতা: দলের মূলস্রোতে কি ফিরছেন শান্তনু সেন? শনিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে শান্তনু সেনের যোগদানের পর রাজনৈতিক মহলে এখন এই চর্চা তুঙ্গে। রাজনৈতিক মহলে শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
গত ১০ জানুয়ারি শান্তনু সেনকে সাসপেন্ড করেছিল। আরজি কর কাণ্ডের পর প্রথম মুখ খুলতে দেখা গিয়েছিল প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। দলের বেআইনি কথা বলেছিলেন তিনি। সরাসরি তিনি নিশানা করেছিলেন আরজিকরের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে। একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক মন্তব্য করেছিলেন। তারপরই তাঁকে খেসারত দিতে হয়। দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শান্তনু সেনকে। এরপর থেকে তাঁকে আর দলের কোনও কর্মসূচিতে সেভাবে দেখা যায়নি।
কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিতে দেখা যায় তাঁকে। গত শনিবার অভিষেক ভার্চুয়ালি যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকের লিঙ্ক পাঠানো হয় শান্তনু সেনকে। তিনি বৈঠকে যোগও দেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, শান্তনু সেন আবারও কামব্যাক করছেন।