কলকাতা: বরানগর উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ ঘিরে জটিলতা চলছেই। অব্যাহত চিঠি চালাচালি। এবার রাজভবনে পাল্টা চিঠি পাঠালেন সায়ন্তিকা। তাঁর বক্তব্য, শপথবাক্য পাঠ না হওয়া পর্যন্ত কাজ করতে পারছেন না এলাকায়। স্পিকার যদি শপথ বাক্য পাঠ করান। তাহলে ভাল হয়। ইতিমধ্যেই সেই চিঠি জমা পড়েছে রাজভবনে।
উল্লেখ্য, বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার নির্বাচিত বিধায়ক রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ ঘিরে বেশ কয়েকদিন ধরে রাজ্য-রাজভবনের জটিলতা চলছে। প্রথমে নতুন দুই বিধায়কের শপথের জন্য রাজভবনকে চিঠি পাঠায় বিধানসভার সচিবালয়। তারপরই রাজভবনের পক্ষ থেকে পাল্টা চিঠি দিয়ে জানতে চাওয়া হয় প্রবীণ মহিলা বিধায়ক-নবীন বিধায়ক কে রয়েছেন? তবে শপথ গ্রহণের সঙ্গে সেই চিঠির কী সম্পর্ক তা বুঝে উঠতে পারেনি বিধানসভার অধ্যক্ষ। এরপর ফের বিধানসভা চিঠি দিয়ে রাজভবনকে দ্রুত শপথ বাক্য পাঠের আবেদন করে। সেই চিঠির প্রেক্ষিতে সায়ন্তিকা ও রেয়াত হোসেনকে চিঠি পাঠায় রাজভবন। যদিও রেয়াতের দাবি তিনি কোনও চিঠি পাননি। অপরদিকে সায়ন্তিকার বক্তব্য, চিঠিতে কে শপথবাক্য পাঠ করাবেন সে কথা উল্লেখ নেই।
এরপর আজ রাজভবনকে চিঠি পাঠালেন বরাহনগরের তৃণমূল বিধায়ক। পাল্টা সেই চিঠি গ্রহণও করে রাজভবন। সূত্রের খবর, চিঠিতে সায়ন্তিকা রাজভবনকে লিখেছেন ‘বিধানসভার সদস্য যখন আমি। তখন স্পিকার যদি শপথ বাক্য পাঠ করান তাহলে ভাল হয়। আপনি (রাজ্যপাল) এটা কনসিডার করুন। আমি এলাকার কাজ করতে পারছি না।’ অপরদিকে, স্পীকার বিমান বন্দোপাধ্যায় বলেন, “এখনও জানি না কে কবে শপথ নিচ্ছেন। কোনও সংবাদ আসেনি। আজ সায়ন্তিকা এসে জানাল আমায় চিঠি দিয়েছে। তবে রাজভবনে উনি যাবেন কি যাবেন না সেটা আমি জানি না। তবে বিধানসভাকে জানানো হয়নি কিছুই।”