মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, আটক বেশ কয়েকজন

ঋদ্ধীশ দত্ত |

Mar 23, 2021 | 5:01 PM

মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ আচমকাই একদল এসএসসি চাকরিপ্রার্থী (SSC Teachers) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, আটক বেশ কয়েকজন
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: গত মাসেই আদিগঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি অভিমুখে যাত্রা করে শিরোনামে উঠে এসেছিলেন শিক্ষাবন্ধুরা। এ বার ফের হবু শিক্ষকদের (SSC Teachers) ক্ষোভ আছড়ে পড়ল কালীঘাটে (Kalighat)। মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ আচমকাই একদল এসএসসি চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তার উপর শুয়ে পড়ে তাঁরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

নবম এবং দশম শ্রেণির উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এ দিন দুপুর নাগাদ জড়ো হন কালীঘাট চত্বরে। বিকেল হতেই রাস্তার উপর শুয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। নিয়োগের দাবিতে গত দু’মাসের বেশি সময় ধরে সল্টলেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই চাকরিপ্রার্থীরা। যেই বিক্ষোভের ঢেউ আজ খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আছড়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় কালীঘাট থানার পুলিশ। বিক্ষোভকারীদের রীতিমতো টেনে-হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়। প্রতিবাদীদের দাবি, বহু বছর ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও নিয়োগ এখনও শুরু হয়নি। উনিশ সালে খোদ মুখ্যমন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি দিলেও মেধাতালিকায় থাকা প্রার্থীদের অপেক্ষা দীর্ঘায়িত হয়ে চলেছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: ‘পদত্যাগ করে যাচ্ছেন না কেন?’ শিশিরের সাংসদ-পদ বাতিলের দাবিতে স্পিকারকে চিঠি তৃণমূলের

বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বলপ্রয়োগ করে বিক্ষোভকারীদের ভ্যানে তোলে পুলিশ। তাঁদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। ক্রমশ স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে নির্বাচনের মুখে বারংবার হবু শিক্ষকদের আন্দোলন যেভাবে মুখ্যমবন্ত্রীর বাড়ির দোরগোড়ায় আছড়ে পড়ছে, তা অস্বস্তি বাড়াছে শাসকদলের।

আরও পড়ুন: ৪৫ বছরের বেশি সকলের জন্যই ভ্যাকসিন, বড় ঘোষণা কেন্দ্রের

 

Next Article