কলকাতা: সোমবার থেকে ফের খুলে যাবে রাজ্যের সমস্ত স্কুল। শিক্ষা দফতরের তরফে এ কথা জানানো হয়েছে। সোমবার থেকেই ফের বইয়ের ব্যাগ কাঁধে স্কুলে যেতে দেখা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু চৈত্রের শেষ থেকেই প্রবল গরম পড়তে শুরু করে। তাপপ্রবাহের জেরে গত কয়েক দিনে তা চরমে পৌঁছেছিল। এই পরিস্থিতি ছাত্র-ছাত্রীদের সুরাহা দিতে ১৭ এপ্রিল, সোমবার থেকে স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বৈশাখের শুরু থেকেই প্রবল গরমে নাজেহাল অবস্থা হয়েছিল বঙ্গবাসীর। প্রখর রোদ এবং তাপপ্রবাহের জেরে বাড়ি থেকে বেরনো দায় হয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে ছুটির ঘোষণা করা হয়। ১৭ এপ্রিল সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পর স্কুল খোলা থাকবে না ছুটি বহাল থাকবে তা নিয়ে প্রশ্ন জাগছিল স্কুলের শিক্ষক থেকে পড়ুয়াদের অভিভাবকের মধ্যে। এই পরিস্থিতিতেই স্কুল খোলার কথা জানিয়েছে রাজ্যের শিক্ষা দফতর।
এই মরসুমে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে ২ মে থেকে। অন্য বছরের থেকে গরমের ছুটি শুরু এগিয়ে আনা হয়েছে। কিন্তু বৈশাখের শুরু থেকেই প্রবল গরমের জেরে ৬ দিন স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধের প্রসঙ্গে দিন সাতেক আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমি বাচ্চাদের সঙ্গে মিশি। একটি বাচ্চা আমায় জানিয়েছে আমরা আর পারছি না। মাথা যন্ত্রণা করছে। আর মাথা যন্ত্রণা মানে হিট স্ট্রোকের প্রবণতা। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এক্ষুনি সিদ্ধান্ত নিচ্ছে আগামিকাল থেকেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যলয়ে ছুটি থাকবে। অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়কে বলছি ছুটি ঘোষণা করতে।”
প্রসঙ্গত, গত ২ দিনে গ্রীষ্মের দাবদাহ কিছুটা হলেও কমেছে। তাপপ্রবাহের জেরে যে অসহনীয় অবস্থা তৈরি হয়েছিল। তার থেকে গত ২ দিন মুক্তি মিলেছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য না হলেও আবহাওয়া গত কয়েক দিনের তুলনায় স্বস্তিদায়ক ছিল। সে জন্যই স্কুল-কলেজগুলিতে ছুটি আর বাড়ানো হয়নি বলে জানা গিয়েছে শিক্ষা দফতর সূত্রে।