Kolkata Metro: শনিবার দিনভর বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Aug 16, 2023 | 9:08 PM

Kolkata Metro: শিয়ালদহ ও সেক্টর ফাইভ সংযুক্তিকরণের পর থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে যাত্রীর সংখ্য়াও অনেকটা বেড়েছে। শহরের তথ্য ও প্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর-ফাইভে যাঁরা নিয়মিত যাতায়াত করেন, সেই অফিসযাত্রীদের প্রথম পছন্দ মেট্রো পরিষেবাই।

Kolkata Metro: শনিবার দিনভর বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা
কলকাতা মেট্রো
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: আগামী শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত একটি মেট্রোও চলবে না ওইদিন। শুধু আগামী শনিবারই (১৯ অগস্ট) নয়, পরবর্তী সপ্তাহের শনিবারও (২৬ অগস্ট) সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্যই ১৯ অগস্ট ও ২৬ অগস্ট দিনভর বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন। ইন্টিগ্রেটেড সেফটি ইতিমধ্যেই চালু হয়েছে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো পরিচালন ব্যবস্থার সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল ইন্টিগ্রেটেড সেফটি। সেই ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে আগামী দু’টি শনিবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, শহরের যাত্রী পরিবহণের অন্যতম লাইফলাইন হল কলকাতা মেট্রো। শিয়ালদহ ও সেক্টর ফাইভ সংযুক্তিকরণের পর থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে যাত্রীর সংখ্য়াও অনেকটা বেড়েছে। শহরের তথ্য ও প্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর-ফাইভে যাঁরা নিয়মিত যাতায়াত করেন, সেই অফিসযাত্রীদের প্রথম পছন্দ মেট্রো পরিষেবাই। শনিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকার ফলে, সেই যাত্রীদের সমস্যায় পড়তে হবে। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোর তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, যাত্রী স্বাচ্ছন্দ্য ও যাত্রী সুরক্ষাকে বরাবরই প্রাধান্য দিয়ে আসছে কলকাতা মেট্রো। অতীতে বিভিন্ন সময়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে বাড়তি পরিষেবা দিতে দেখা গিয়েছে। কলকাতা বইমেলা হোক কিংবা যুবভারতীকে কোনও হাইভোল্টেজ ম্যাচের সময়ে হোক, সব সময়েই যাত্রীদের কথা মাথায় রেখেছে কলকাতা মেট্রো। শুধু তাই নয়, শহরজুড়ে কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজও চলছে জোরকদমে। চলতি বছরের মধ্যেই বেশ কিছু সম্প্রসারণের কাজ শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা রয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ একবার সম্পূর্ণ হয়ে গেলে অনায়াসেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পৌঁছে যাওয়া যাবে গঙ্গার নীচ দিয়ে।

 

Next Article