Sealdah Station: শিয়ালদহ থেকে ছুটবে AC লোকাল, কখন ছাড়বে, কোন রুটে যাবে, বিস্তারিত জানুন…

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 11, 2025 | 8:32 PM

Sealdah Station: রেল সূত্রে খবর, আপাতত ১২ কোচের দু'টি রেক দেওয়া হচ্ছে। এই লোকাল ট্রেনের ধরন হবে অনেকটা মেট্রোর মতো। স্টেশনগুলিতে পৌঁছানোর পরে খোলা হবে দরজা। এবং প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লে ফের বন্ধ হয়ে যাবে সেটি।

Sealdah Station: শিয়ালদহ থেকে ছুটবে AC লোকাল, কখন ছাড়বে, কোন রুটে যাবে, বিস্তারিত জানুন...
ছুটবে এসি লোকাল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: গরমের সময় বাইরে বেরতে হাসফাঁস অবস্থা হয় বাঙালির। তখন এসি বাস বা এসি মেট্রোর জুড়ি মেলা ভার। কিন্তু ট্রেন? লোকাল ট্রেনে নিত্যদিন যে সকল যাত্রীরা যাতায়াত করেন ঘেমে-নেয়ে একশা হতে হয় তাঁদের। এরই মধ্যে সুখবর দিল রেল। অবশেষে শিয়ালদহ ডিভিশন পাচ্ছে এসি লোকাল। গরমে তীব্র কষ্টের হাত থেকে রেহাই দিতে বারবার করে যাত্রীদের তরফে দাবি ছিল এসি লোকালের। সেইমতো শিয়ালদহ রুটে আসতে চলেছে এসি লোকাল ট্রেন (AC Local Train)।

রেল সূত্রে খবর, আপাতত ১২ কোচের দু’টি রেক দেওয়া হচ্ছে। এই লোকাল ট্রেনের ধরন হবে অনেকটা মেট্রোর মতো। স্টেশনগুলিতে পৌঁছানোর পরেই খোলা হবে দরজা। এবং প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লে ফের বন্ধ হয়ে যাবে সেটি। গেটের সামনে দাঁড়িয়ে যাত্রীদের যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণেই এই উদ্যোগ রেলের। সংশ্লিষ্ট দরজার নিয়ন্ত্রণ থাকবে ড্রাইভার-গার্ডের কাছে। তাঁরাই ট্রেনের বগিগুলির দরজা পরিচালনা করবে। তবে এই নতুন ইএমইউ ট্রেনগুলির রুট এবং ভাড়া কিংবা টাইম-টেবিল, এখনও চূড়ান্ত করা হয়নি।

উল্লেখ্য, বছর দু’য়েক আগে শহরতলির শাখায় বাতানুকূল লোকাল ট্রেন চালানোর প্রশ্নে আগ্রহের কথা জানিয়েছিল শিয়ালদহ ডিভিশন। মুম্বইয়ের পরেই কলকাতায় আসার কথা ছিল এই রেকের। তবে কিছু সমস্যার কারণে তা চালু করা যায়নি। তবে এবার খুব দ্রুতই শিয়ালদহে চালু হতে চলেছে এই ট্রেন।